ফ্ল্যাপে লিখা কথা চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারের কাহিনী প্রথমে লেখা হয় ছয়জন বিজ্ঞানীর আবিষ্কারের কাহিনী নিয়ে। এবার আরও একজন বিজ্ঞানীরে আবিষ্কারের কাহিনী যোগ হল। ভয়ানক এক স্ত্রী মশার সন্ধানে এক তরুণ ইংরেজ ডাক্তার কত কত গবেষণা করে বের করলেন কি করে সেই ভয়ানক কাঁপুনি জ্বর-ম্যালেরিয়া হয়। বুকের ও পেটের ভেতর কত নানা শব্দ; এসব শোনার জন্য এক সময় ছিলো কাগজের চোঙ্গা, অথচ না শুনে উপায়ও ছিলো না। সে সব নানা ধরনের শব্দ শুনেই তো নির্ণয় করা যেত নানান রোগ- তাই এক সময় আরো ভালো এক যন্ত্র আবিষ্কার করলেন ইউরোপের এক ডাক্তারম যন্ত্রটির নাম স্টেথোস্কোপ। দুই বন্ধু একদিন এডভেঞ্চার করতে বেরুলেন। দেখলেন মানুষের কংকার। এক বন্ধু সে কঙ্কাল অধ্যয়ন করে শরলীরের গঠন নিয়ে অনেক কিছু জানলেন। আধুনিক এনাটমির জনক আন্ড্রিয়া ভেসালিয়াস, সে কাহিনীও বেশ রোমাঞ্চকর। একটি কাহিনীর শুরু ও শেষ গোয়ালিনকে নিয়ে-গ্রেট ব্রিটেনের বার্কলেন এডওয়ার্ড জেনার আবিষ্কার করলেন বসন্তের প্রতিষেধক টিকা-কত ঘটনাই যে ঘটলো। আবার ফ্রান্সের ছোট্র গ্রামের একটি ছোট্র ছেলে যে বড় হয়ে জলাতংকের টিকা আবিষ্কার করবে তা কি কেউ আগে জানতো? আর ইউরোপের এক ধনী ব্যবসায়ীর এক ছেলে যে এমন এক আবিষ্কার করবে যাতে সার্জারি হবে নিরাপদ, তাও কেউ জানতে পারেনি আগে। আর একজন মহিয়সী নারী যিনি বিকিরণ চিকিৎসার সূত্রপাত ঘটাবেন তাও জানা ছিলো না। এমন অনেক জানা অজানা কথা জানা যাবে এই বই পড়লে।
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী এমবিবিএস, এম ফিল। এফসিপিএস বর্তমানে বারডেম, ইব্রাহীম মেমােরিয়েল ডায়াবেটিক সেন্টার, ঢাকায় ল্যাবরেটরি সার্ভিসের ডিরেকটর। জন্ম সিলেট ১৯৪৭ সালে। লেখাপড়া শুরু সিলেটে শিশুস্কুলে এরপর রবি ঠাকুরের শান্তিনিকেতন পাঠভবনে, আবার দেশে স্কুল-কলেজে ও মেডিকেল কলেজে এবং পরে দেশে ও বিদেশে নানা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে। সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন ২০০৪ সালে। দীর্ঘ ৩৫ বছর সরকারি চাকরি জীবনে তিনি স্নাতক ও স্নাতকোত্তর চিকিৎসা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। অধ্যক্ষও ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। চিকিৎসা বিষয়ে গবেষণা করেছেন লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে চিকিৎসাবিজ্ঞান বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ গ্রহণ ও প্রবন্ধ উপস্থাপনের জন্য ভ্রমণ করেছেন ইংল্যান্ড, জার্মানী, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও পশ্চিম আফ্রিকা। তাঁর গবেষণার বিষয় প্রাণ রসায়ন, পুষ্টি ও চিকিৎসা শিক্ষা পদ্ধতি। তিনি নিউইয়র্ক সায়েন্স একাডেমীর নির্বাচিত সদস্য। দেশি-বিদেশি পত্র-পত্রিকা এবং চিকিৎসাবিজ্ঞান জার্নালে তিনি অনেক প্রবন্ধ লিখেছেন ও লিখছেন। জনপ্রিয় চিকিৎসাবিজ্ঞানের লেখক হিসেবে তিনি সুপরিচিত। চিকিৎসাবিজ্ঞানের কয়েকটি পাঠ্যপুস্তকও বাংলায় অনুবাদ করেছেন। প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৩৮টি। চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শেরে বাংলা জাতীয় পুরস্কার-২০০৯ লাভ করেন। স্ত্রী কামনা, মেয়ে স্বাগতা, সুস্মিতা ও ছেলে শুভ্রতকে নিয়ে ব্যক্তিজীবন।।