প্রিন্সিপাল সাদেকুর রহমানের অফিসকক্ষের চারপাশে ছাত্রছাত্রীরা ভিড় করে দাঁড়িয়ে আছে। বিভিন্ন ক্লাস থেকে একজনের দেখাদেখি অন্যজন দৌড়ে আসছে। তাদের মধ্যে কেউ কেউ প্রিন্সিপাল স্যারের কক্ষের দরজার পাশে, কেউ কেউ জানালার পাশে জায়গা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। একজন অন্যজনকে ধাক্কা দিচ্ছে। তর্কাতর্কিও হচ্ছে। হঠাৎ ক্লাস এইটের সাজ্জাদ বিদঘুটে একটা শব্দ করে চিৎকার দিল। তার চিৎকার শুনে প্রিন্সিপাল স্যারের রুম থেকে ধর্মশিক্ষক মৌলভি নেসার উদ্দিন লাঠি হাতে বেরিয়ে এসে হুংকার দিলেন-অ্যাই, কে এমন শব্দ করে চিৎকার করল? কে...? ঘটনাটা ঘটেছে ডান পাশের জানালায় দাঁড়ানোকে কেন্দ্র করে। সেখানে দশ-বারো জন ছাত্রের সঙ্গে আগে থেকেই জায়গা নিয়ে দাঁড়িয়েছে ক্লাস এইটের মুরাদ। এখান থেকে প্রিন্সিপাল স্যারের রুমের ভেতরটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। ওই তো প্রিন্সিপাল স্যারের টেবিলের সামনে চেয়ারে বসে আছে ক্লাস সেভেনের নওশাদ। প্রিন্সিপাল স্যার তার সঙ্গে মোলায়েম ভঙ্গিতে কথা বলছেন। নওশাদ দেড় মাস আগে হঠাৎ শহর থেকে উধাও হয়ে যায়। তারপর তাকে ঘিরে কত যে ঘটনা ঘটেছে। কয়েকবার পুলিশ এসেছিল প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলতে। এক বদ পুলিশ অফিসার প্রিন্সিপাল স্যারসহ স্কুলের চার-পাঁচজন ছাত্রকে ফাঁসাতে চেয়েছিল। ধর্মের কল বাতাসে নড়ে। তাই সত্য প্রকাশিত হয়েছে। নওশাদ ফিরে এসেছে। প্রিন্সিপাল সাদেকুর রহমানসহ স্কুলের সবাই বেজায় খুশি।
Faridur Reza Sagar শিশু সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক ফরিদুর রেজা সাগরের জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৫৫ । মা প্ৰখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। বাবা বাংলাদেশের প্রথম চলচ্চিত্ৰবিষয়ক পত্রিকা সিনেমা’র সম্পাদক এবং এদেশের প্রথম শিশুচলচ্চিত্র ‘প্রেসিডেন্ট” এর নির্মাতা ফজলুল হক । ‘প্রেসিডেন্ট’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছিলেন ফরিদুর রেজা সাগর। শিশুসাহিত্যিক হিসেবে ফরিদুর রেজা সাগরের খ্যাতি দু'দশক ধরে। ছোটবেলা থেকে কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, চাঁদের হাট এবং বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি শিশুকিশোর উপযোগী বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত। বর্তমানে তিনি ইমপ্রেস গ্রুপের পরিচালক। এক সময় তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথেও যুক্ত ছিলেন। এখনও পত্রপত্রিকায় তিনি নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে লিখে থাকেন। তিনি ছোটদের পত্রিকা ‘টইটুম্বর’এর পরিচালনা পর্ষদের সদস্য। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কারসহ পেয়েছেন শিশু একাডেমীর অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার এবং ইউরো শিশুসাহিত্য পুরস্কার ২০০৫। এছাড়াও পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্ৰ সাংবাদিক সমিতি পুরস্কার (বাচসাস), কালচারাল রিপোর্টার্স এ্যাওয়ার্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০০২) সহ জাতীয় পর্যায়ে আরো অনেক পুরস্কার।