লেখকের কথা মাটি ও মানুষের গল্প বলা খুব কঠিন কাজ। তবু মাটির কাছাকাছি যেসব মানুষের নিত্য ওঠাবসা, তাদের অন্তরের খোঁজখবর যারা রাখতে চায়, তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না, ঠাট্টা-মশকরা, কৌতুক-বেদনায় যাদের হৃদয়ের প্রান্তির কোণ ভিজে ওঠে, তাদের গল্পই আমি বলার চেষ্টা করেছি ‘ভূমিপুত্র’-তে। গল্পগুলো মানুষের মুখোশের অন্তরালের আদিম সত্যকে পাঠকের মুখোমুখি করে দেয়। সেই সত্যকে যারা আবিষ্কার করতে প্রস্তুত কিন্তু এখনো দ্বিধাগ্রস্ত, তাদের হয়তো ‘ভূমিপুত্র’ নতুন অভিজ্ঞতা জোগাবে। মুখ ও মুখোশের কার্যকর বাস্তবতা আমাদের কীভঅবে অন্ধের মতো আসল সত্যের উল্টো পিঠে তাড়িয়ে বেড়ায়, সেই আবেগবর্জিত কঠিন বাস্তবতা অনুধাবনে ‘ভূমিপুত্র’ পাঠকের অন্তরে অনুরণন জাগাতে পারলে আমার পরিশ্রম সার্থক হবে।
‘ভূমিপুত্র’ বই আকারে প্রকাশের জন্য শ্রদ্ধেয় মাজহারুল ইসলাম যেভাবে আমাকে সহায়তা করেছেন সে জন্য তাঁর প্রতি আমি অসীম কৃতজ্ঞ। এ ছাড়া অন্যপ্রকাশের আবদুল্লাহ নাসের প্রত্যেকটি গল্প পাঠের পর আমাকে মূল্যবান পরামর্শ দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন সে জন্য তাঁর প্রতিও আমি কৃতজ্ঞ। ‘ভূমিপত্র’-এর বানান সম্পাদনার দায়িত্ব নিয়ে কবি শতাব্দী কাদের সহযোগিতা করায় তাকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। আমার সহধর্মিনী মায়া লোহানী প্রতিটি গল্পের মমতাময়ী প্রথম শ্রোতা হিসেবে বিশেষভাবে কৃতজ্ঞ। সবশেষে ‘ভূমিপুত্র’ সম্পর্কে পাঠকের সৃজনশীল আলোচনা ও সমালোচনা আমার লেখালেখিকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। তাই আমার পাঠকভক্তদেরও সুনীল শুভেচ্ছ।
রেজা ঘটক ডিওএইচএস বারিধারা, ঢাকা ১০ জানুয়ারি ২০১৩
সূচিপত্র * একটি গল্পের খসড়া * ইন্টারভিউ * দিপু শংকর বাড়িতে নেই * দুই পাগলার ডুব * ডিজিটাল গোরস্তান * শেষ পরীক্ষা * সুনামি