"সহজেই ই-কমার্স" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ শুধু বাণিজ্যিক বিবেচনায় বইটি লেখা হয়নি। তিন বছর গবেষণায়, বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা হয়েছে। মূল্য নির্ধারণে, তরুণদের সহনশীল করতে শহরের হােটেলে ১ দিনের খরচের সমতুল্য রাখা হয়েছে। বইটি লেখার অন্যতম উদ্দেশ্য, বেকার যুবদের স্বল্প পুঁজিতে আন্তর্জাতিকমানের ই-কমার্স উদ্যোক্তায় পরিণত হতে সহায়তা করা। ই-কমার্সে একটি কম্পিউটার, ইন্টারনেট সংযােগ ব্যবহার করে কোটি টাকার মুনাফা অর্জনের অনেক সফল উদাহরণ আছে। আইডিয়া এবং ব্যবসা। পরিচালনার জ্ঞান সহজেই একজন বেকারকে দক্ষ উদ্যোক্তায় রূপান্তরিত করতে পারে। বইতে লাভজনক ই-কমার্স ব্যবসা তৈরি, পরিচালনা এবং সম্প্রসারন কৌশল ক্রম অনুযায়ী আছে। সাথে সময় ব্যবস্থাপনা ইকমার্স সফলতা পরিমাপের কৌশল, ই-কমার্স মেট্রিক্স চেকলিষ্ট, ই-কমার্স আয়না, সফল উদ্যোক্তার ৭ দিনের পরিকল্পনা সহ প্রচলিত ইংরেজি শব্দের ব্যাখ্যা সহ ক্ষুদ্র একটি অভিধান সংযুক্ত আছে। শুধু লেখক, প্রকাশকের পক্ষে বিশাল জনগােষ্ঠির কাছে বইটির প্রচার দুরূহ এবং ব্যয়বহুল। তাই বিনীত অনুরােধ, আপনার কাছে বইটি থাকলে, এটা কাজে লাগাতে চেষ্টা করুন। অব্যবহৃত থাকলে এবং অন্যকে উৎসাহিত করার সুযােগ থাকলে, অনুগ্রহ করে অব্যবহৃত কপি বা নতুন একটি কপি কিনতে উৎসাহিত করার মধ্য দিয়ে তাকে অর্থনৈতিক স্বাবলম্বী হতে সহায়তা করুন। এটা সহজেই আপনাকে মহৎ একটি উদ্যোগে সম্পৃক্ত করবে।
জন্ম ২৮ জুলাই ১৯৮২ যশোরে। লেখক বাংলাদেশ এবং জার্মানির বিশ্ববিদ্যালয়ে জেনেটিকস্ এবং নিউরোলজি বিষয়ে শিক্ষকতা এবং গবেষনা পেশায় সম্পৃক্ত ছিলেন। জার্মান-ডেনমার্ক এন্টারপ্রেনার নেটওয়ার্কের সাথে সম্পৃক্তি থেকে তিনি আন্তর্জাতিক উদ্যোক্তাদের সাথে কাজ করেছেন। শৈশব কেটেছে খুলনা এবং জয়পুরহাটে। অবসরে সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পছন্দ করেন।