“শিশুদের বাংলা হাতের লেখা" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজার কোটি শােকর। শিশুদের বাংলা হাতের লেখা অনুশীলনীর প্রাথমিক বইটি প্রকাশ হতে যাচ্ছে। শিশুরা ইলম অর্জনের প্রথম স্তরে যখন প্রবেশ করে তখন তাদের কচি মন ও মননের দিকে লক্ষ্য রেখে কিতাব-পত্ৰ অতি সহজ ও সােজাভাবে তাদের সামনে পেশ করা প্রয়ােজন। আলহামদুলিল্লাহ আমাদের বিদ্যালয়গুলােতে বিশেষত মাদারেসে কাওমিয়্যার শিশু বিভাগগুলােতে সে প্রচেষ্টা দৃশ্যমান। সেদিকে লক্ষ রেখে সকল জটিলতাকে পরিহার করে অতি সহজভাবে বাংলা হাতের লেখা বইটি সাজানাে হয়েছে। আশা করা যায় শিশুরা বিনােদনের আমেজে হাতের লেখা শেখার অনুশীলনীতে প্রবেশ করতে পারবে। বইটির প্রত্যেক পৃষ্ঠায় উপরে এক লাইন কালাে কালিতে অক্ষর ও বাক্য দেওয়া হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় লাইনে উপরের লেখাটি হালকা কালিতে দেওয়া হয়েছে। প্রথম লাইনটি শুধু অনুসরণ করার জন্য। দ্বিতীয় ও তৃতীয় লাইনের লেখার উপর কাঠ-পেন্সিল অথবা কলম দ্বারা লিখে যাবে। (প্রত্যেক লাইনের উপর অন্তত ৩বার হাত ঘােরাবে।) তারপর চতুর্থ খালী লাইনে নিজে লিখবে। এবং প্রথম লাইনের সাথে মিলিয়ে দেখবে। এই বই-এ অনুশীলনের জন্য সীমিত জায়গা দেওয়া হয়েছে। শিশুরা মূল বই দেখে নিজেদের খাতাতেও লেখা চর্চা করবে। ইনশাআল্লাহ ধীরে ধীরে লেখা সুন্দর ও পরিচ্ছন্ন হতে থাকবে।