মুসলমানদের স্পেন বিজয়ের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম তারিক বিন যিয়াদ। অসম সাহসী যোদ্ধা হিসেবে তাঁর বিশ্ববিশ্রুত। আল্লামা সাদিক হুসাইন একজন ঐতিহাসিক ও উর্দু কথা সাহিত্যিক। ইতিহাসকে আশ্রয় করে লেখক উপন্যাসের আঙ্গিকে সে মহান বিজয়ীর চরিত্র তুলে ধরতে চেষ্টা করেছেন। বইটি উপন্যাস হলেও লেখক কোনো চরিত্রকে অতিমানবিক গুণাবলীর রঙ চড়িয়ে দেননি। বরং ঐতিহাসিক চিত্রায়নে লেখকের সংযমী ভাষা কাহিনিকে করে তুলেছে আকর্ষণীয় এবং হৃদয়গ্রাহী। ইসলামের জন্য জীবন উৎসর্গকারী তারিক বিন যিয়াদের ন্যায় প্রতিষ্ঠায় দুর্বার সংকল্প আর নিপীড়িত মানবতার মুক্তির তাঁর দরদ ও আকুতি আমাদের প্রেরণার উৎস। এ মহান বিজয়ীর অজানা ইতিহাস ভবিষ্যত বংশধরের কাছে পৌঁছানোর লক্ষ্যেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। গ্রন্থখানি নির্বাচন ও অনুবাদের ব্যাপারে আমাকে উৎসাহিত করেছেন বন্ধুবর আবু সাঈদ মুহাম্মাদ ওমর আলী। একরকম তাঁর একক উৎসাহেই আমি বইটির অনুবাদে হাত দিই। পরে জীবন সঙ্গিনী বেগম জাকিয়া পারভীনের ব্যক্তিগত প্রেরণা ও উৎসাহে দেরিতে হলেও অনুবাদ কার্য সমাপ্ত করি। পান্ডুুলিপি প্রস্তুতেও তাঁর বিশেষ অবদান আছে। বইটি প্রকাশের চূড়ান্ত পর্যায় পর্যন্ত ধাপে ধাপে যারা যেভাবে সহযোগিতা করেছেন এ শুভ মুহূর্তে কৃতজ্ঞচিত্তে সবাইকে সরণ করছি। আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। পরিশেষে বলি, বইটি পাঠকের কাছে ভালো লাগলেই আমার শ্রম সার্থক হবে।