"সোনার হরফে লেখা" বইয়ের সংক্ষিপ্ত কথা: সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন- নবীজির চাইতে সুন্দর আমি কোনো কিছু দেখিনি। যেন সূর্য তাঁর বদনখানিতে সাঁতরে বেড়াত। যখন তিনি হাসতেন তাঁর হাসির আলো দেয়ালে ছড়িয়ে পড়তো। একবার এক ব্যক্তি হযরত জাবের ইবনে সামুরা রা. কে প্রশ্ন করেছিল- নবীজির মুখখানি কি দেখতে তরবারীর মতো ছিল? বললেন- না, চাঁদ এবং সূর্যের মতো ছিল। হযরত উম্মে মা‘বাদ একজন মহিলা সাহাবী। নবীজির রূপ ও সৌন্দর্যের দীর্ঘ বর্ণনার পর বলেছেন- নবীজি ... দুর থেকে তাকালে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ আর কাছে থেকে দেখলে শ্রেষ্ঠ রূপময় এবং সর্বশ্রেষ্ঠ মধুময়। ইবনু আবি হালা বলেছেন- তাঁর বদনখানি পূর্ণিমার রাতের চাঁদের মতো ঝলমল করত। আর হযরত আলী রা. বলেছেন আরও মিষ্টি করে। বলেছেন- নবীজিকে হঠাৎ কেউ দেখলে ভয় পেয়ে যেত। আবার তাঁকে চেনার পর মেলামেশা করলে তাঁর জন্যে আকুল হয়ে যেত। যেই তাঁর বর্ণনা দিয়েছে সেই বলেছে- তাঁর মতো তাঁর আগেও কাউকে দেখিনি পরেও কাউকে দেখিনি। [কাজী ইয়ায রহ., আশশিফা- ৪৭-৪৮পৃ] মাথার চুল তাঁর অতি কোকড়ানো ছিল না, ছিল না অতি সরল। ছিল ঈষৎ কোকড়ানো। গায়ের রং ছিল দুধে আলতা মেশানো। কপালখানা ছিল প্রশস্ত। কাধ বিশাল ছিল। বুক ও পেট ছিল সরল রেখায় প্রতিষ্ঠিত। অতি দীর্ঘ ছিল না। হাসলে দাঁত থেকে বেরিয়ে আসা নূর চোখে পড়ত। গ্রীবাখানি ছিল অতুলনীয় সুন্দর।
মুহাম্মদ যাইনুল আবিদীন জন্ম ২০ নভেম্বর ১৯৬৭, মুন্সীগঞ্জ দাওরায়ে হাদীস ও আরবি সাহিত্যে উচ্চতর ডিগ্রি, দারুল উলুম দেওবন্দ পেশা : শিক্ষকতা প্রিয় শহর : মক্কা মুকাররামা ও মদীনা মুনাওয়ারা। উল্লেখযােগ্য মৌলিক গ্রন্থ ত্রিভুবনের প্রিয় মুহমদ (সা.), ভয়-স্বপ্ন সংগ্রাম, নারীর শত্রু মিত্র, সাহসের গল্প, সাহিত্যের ক্লাস, বক্তৃতার ক্লাস, ইসলামে জীবিকার নিরাপত্তা, ভুবনজয়ী নারী, শহীদানের গল্প শােন (১-৩), তােমার অলৌকিকতায় আজো অবাক পৃথিবী, ইসলাম একালের ধর্ম, আকাশে অঙ্কিত নাম। অনূদিত গ্রন্থ কুরআন অধ্যয়নের মূলনীতি, তাজা ঈমানের ডাক, হালাল হারাম, আমেরিকান নওমুসলিমদের ঈমানদীপ্ত কাহিনী, ইসলাম একমাত্র জীবনবিধান, হাদীসের দর্পণে আমাদের কাল, মানবতার নবী, আলােকিত নারী, দেশে দেশে, ইসলাম ও ফ্যাশনের সংঘাত, নির্বাচিত বয়ান (১-২), ভারতীয় নওমুসলিমদের ঈমান জাগানিয়া সাক্ষাৎকার, আল্লাহকে যদি পেতে চাও প্রভৃতি।