অ অংশুবর্মা : অংশুবর্মা নেপালের লিচ্ছবিরাজ শিবদেবের আমলে একজন সামন্ত বা মহাসামন্ত ছিলেন। নিজ বুদ্ধিবলে তিনি নেপালের সর্বময় ক্ষমতার অধিকারী হন। শিবদেব নামেমাত্র রাজা ছিলেন। আভীরগণ এই সময় সাময়িক ভাবে নেপাল অধিকার করেন। অংশুবর্মা স্বীয় শক্তিবলে কিছু দিনের মধ্যে আভীরগণকে পরাজিত করে নেপাল পুনরুদ্ধার করেন। ফলে তাঁর প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। RC Majumder ও A. D. Pushalkar এর মতে অংশুবর্মা শেষ দিকে নিজের নামেই রাজকাজ পরিচালনা করতেন। হিউ-এন-সাঙ-এর বিবরণ থেকে জানা যায় যে অংশুবর্মা ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত। তিনি সংস্কৃত ব্যাকরণ রচনা করেন। ৬০৮ খ্রীষ্টাব্দ থেকে ৬২৫ খ্রীষ্টাব্দ পর্যন্ত অংশুবর্মা ছিলেন নেপালের সর্বময় কর্তা। অকলঙ্ক: অকলঙ্কদেব বা অকলঙ্ক ছিলেন বিখ্যাত জৈন নৈয়ায়িক। ভারতের দর্শন ও সাহিত্যের ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম। রাষ্ট্রকুটরাজা সাহসতুঙ্গদন্ডিদুর্গের রাজত্বকাল; অষ্টম শতাব্দীর মধ্য ভাগে তিনি জীবিত ছিলেন। কুমারিভট্ট বহুস্থলে অকলঙ্কদেবের মতের বিরোধিতা করেছেন। কিন্তু বিদ্যানন্দ পত্রকেশরী ও প্রভাসচন্দ্র অকলঙ্কদেবের মতকে সমর্থন করেছেন। তিনি সম্ভবত সমস্তভদ্রের সমসাময়িক ছিলেন। তিনি সমস্তভদ্রের