"হে প্রেম, তোমারে ভেবে ভেবে" বইটিতে লেখা ভূমিকা: ১৯৮৪-র ফেব্রুয়ারিতে ‘রূপসী বাংলা- পাণ্ডুলিপি সংস্করণ প্রকাশ উপলক্ষেই আমাদের প্রকাশনা-বিভাগের জন্ম। ঐ সংস্করণটি প্রকাশের প্রয়োজন না হলে এই প্রকাশনাকর্ম আমরা তখনই শুরু করতাম না। তার পর থেকেই প্রতিক্ষণ’ পাক্ষিকপত্রে, প্রতি বৎসর প্রতিক্ষণ’-শারদীয়তে, জীবনানন্দ আমাদের নিয়মিত লেখক। ১৯৯৮ সালে প্রধানত পশ্চিমবংলায়, বাংলাদেশে, ভারতের অন্যান্য জায়গায় যে সশ্রদ্ধ আত্নীয়তাবোধ থেকে কবির জন্মশতবর্ষ পালিত হয়েছিল তাতে জীবনানন্দের বৃহত্তম প্রকাশক হিশেবে ‘হে প্রেম, তোমারে ভেবে ভেবে’ এই কাব্যগ্রন্থটি নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম। এই কাব্যগ্রন্থটি ‘এক’, ‘দুই’ও ‘তিন’-ভাগে বিভক্ত। এক’ অংশে আছে কিছু কবিতার পাণ্ডুলিপিচিত্র ও মুদ্রিত পাঠ। দুই’ এবং “তিন অংশে আছে কিছু কবিতার মুদ্রিত পাঠ। ‘এক’ অংশের প্রতিটি কবিতারই পাণ্ডুলিপি-চিত্র থাকছে। পাঠক নিজেই মুদ্রিত পাঠ মিলিয়ে নিতে পারেন। এই অংশের সম্পাদনা দেবেশ রায়-এর। একটি সাময়িকপত্রের জীবনানন্দ সংখ্যায় ‘দুই’অংশের কবিতাগুলি পাণ্ডুলিপিচিত্রসহ বেরিয়েছিল। সম্পাদনা করেছিলেন কবি ভূমেন্দ্র গুহ। আর-একটি সাময়িকপত্রের জীবনানন্দ সংখ্যায় ‘তিন’ অংশের কবিতাটি বেরিয়েছিল। দীর্ঘদিন পর নতুন আঙ্গিকে জনপ্রিয় এই কাব্যগ্রন্থটি আরেকবার প্রকাশিত হল। আশা করি, জীবনানন্দ অনুরাগী পাঠকদের আবার নতুন করে কবিতাগুলি ভালো লাগবে।
জন্ম-(ফেব্রুয়ারি ১৮, ১৮৯৯ - বঙ্গাব্দ ফাল্গুন ৬, ১৩০৫ - কার্তিক ৫, ১৩৬১) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক এবং অধ্যাপক। তাকে বাংলাভাষার "শুদ্ধতম কবি" বলে আখ্যায়িত করা হয়ে থাকে। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ধাপে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিস্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল ততদিনে তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম কবিতে পরিণত হয়েছেন। তিনি প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ রচনা ও প্রকাশ করেছেন। তবে ১৯৫৪ খ্রিস্টাব্দে অকাল মৃত্যুর আগে তিনি নিভৃতে ২১টি উপন্যাস এবং ১০৮টি ছোটগল্প রচনা গ্রন্থ করেছেন যার একটিও তিনি জীবদ্দশায় প্রকাশ করেননি। তাঁর জীবন কেটেছে চরম দারিদ্রের মধ্যে। বিংশ শতাব্দীর শেষার্ধকাল অনপনেয়ভাবে বাংলা কবিতায় তাঁর প্রভাব মুদ্রিত হয়েছে। রবীন্দ্র-পরবর্তীকালে বাংলা ভাষার প্রধান কবি হিসাবে তিনি সর্বসাধারণ্যে স্বীকৃত। তাকে বাংলাভাষার শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করা হয়েছে। তিনি (অক্টোবর ২২, ১৯৫৪ -বঙ্গাব্দ কার্তিক ৫, ১৩৬১ ) সালে মৃত্যু বরণ করেন।