"Engineers' Cafe (Civil Engineering) August-2018" বইটির 'শুরুর কথা' থেকে নেয়াঃ আসসালামু আলাইকুম। খুব বড় কোন স্বপ্ন নিয়ে আমাদের শিক্ষাজীবন শুরু হয়। শুরুর সে স্বপ্নসমুদ্র অনেকাংশেই আমাদের বাবা-মায়ের মধ্যেই সীমাবদ্ধ। আস্তে আস্তে আমাদের হাতে সে স্বপ্ন হয়ে উঠে বাস্তব। বাস্তবতার বহমান নদী আমাদের পৌঁছে দেয় কর্মের ব্যস্তকুঠুরীতে। আমরা দিকভ্রান্ত হইনা কিন্তু হয়ে পড়ি ক্লান্ত। আমাদের প্রযােজন হয়ে উঠে ভালাে-শক্ত কোন গন্তব্যের। সেটা হয় চাকুরীর, উচ্চশিক্ষার না হয় উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে তােলার। “Engineers' Café” এর উদ্দেশ্য সেযাত্রা পথে আপনাদের সঙ্গী হওয়ার। ব্যস্ততম পথচলাকে আরাে একটু সহজ, আরাে একধাপ স্বরানিত করার ইচ্ছায় এ ক্ষুদ্র প্রয়াস। আশা করি এতে সকলের ন্যূনতম হলেও উপকার হবে। আমাদের নিয়মিত আলােচনায় যা যা থাকবে: * CE,EEE,ME এর চাকুরী পরীক্ষার প্রশ্ন সমাধান, বিষয়ভিত্তিক আলােচনা। * চাকুরী পরীক্ষার প্রস্তুতি। * নন-ডিপার্টমেন্টাল অংশের প্রস্তুতি। * উচ্চশিক্ষা। * উদ্যোক্তাদের কথা। * আমার ক্যাম্পাস। * ক্যাম্পাসের প্রিয়মুখ। * সফল-ব্যর্থদের গল্প-আড্ডা। * চাকুরী পরীক্ষার মৌখিক ভাইভার অভিজ্ঞতা। * আরাে সময়ভেদে বিভিন্ন ধরনের আয়ােজন।
বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলের বিভিন্ন বিষয়ে লেখাপড়া করা শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে ও তাদের পড়াশোনার বিভিন্ন দিক সহজভাবে বুঝিয়ে ইঞ্জিনিয়ারিং এর উপর বই লিখেছেন এমরান হোসেন। তিনি নিজে একজন প্রকৌশলী, এবং তাই তিনি বোঝেন প্রকৌশল বিষয়ে পড়াশোনা সম্পন্ন করতে একজন শিক্ষার্থীর কতটা অমানুষিক শ্রমের ভেতর দিয়ে যেতে হয়। আর তাই তাদের পড়ালেখাকে সহজ করতে ইঞ্জিনিয়ারিং এর নানা দিক বুঝিয়ে দিয়ে তিনি রচনা করে যাচ্ছেন নানা বই, যা সাহায্য করে যাচ্ছে হাজার হাজার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র-ছাত্রীকে। ১৯৯১ সালের ১৫ অক্টোবর এমরান হোসেন নওগাঁ জেলার মহাদেবপুর থানায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আয়েন উদ্দীন, যিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং তাঁর মা রেহেনা পারভীন হলেন একজন গৃহিণী। তাঁর শৈশব ও কৈশোর গ্রামেই অতিবাহিত হয় বিধায় তাঁর শিক্ষাজীবনের শুরুও সেখানেই। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ গ্রামেই সম্পন্ন করে থানা সদরের সরকারি কলেজে তিনি ভর্তি হন এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগে ভর্তি হন এবং ২০১৪ সালে এখান থেকেই স্নাতক পাশ করেন এবং একজন যন্ত্রপ্রকৌশলীতে পরিণত হন। এমরান হোসেন এর বই সমূহ মূলত ইংরেজি ভাষায় রচিত এবং বইগুলোতে তিনি তুলে ধরেছেন প্রকৌশল বিষয়ের মৌলিক ও গুরুত্বপূর্ণ দিকসমূহ, যেগুলো পড়ে প্রকৌশলের শিক্ষার্থীগণ সহজেই বিষয়টি সম্পর্কে বুঝতে পারবেন এবং করতে পারবেন ভালো ফলাফল। এমরান হোসেন এর বই সমগ্র এর মধ্যে উল্লেখযোগ্য হলো 'Fundamentals of Mechanical Engineering', 'Engineers Cafe (Civil Engineering)', 'Engineers Cafe (Mechanical And Electrical Engineering), 'Mechanical Engineering Formula Guide' ইত্যাদি। এছাড়াও তিনি বিভিন্ন প্রকৌশল ফর্মুলা বিষয়ক বই এবং যন্ত্রপ্রকৌশলের শিক্ষার্থীদের জন্য চাকরির সহায়ক বইও রচনা করেছেন৷ তাঁর রচিত বইগুলো সাহায্য করে যাচ্ছে এদেশের অসংখ্য ভবিষ্যৎ প্রকৌশলীকে। শিক্ষার্থীরা প্রকৌশলবিদ্যা রপ্ত করতে প্রতিনিয়তই দ্বারস্থ হচ্ছে তাঁর রচিত এসকল বইয়ের।