“ম্যাসাকার" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ১৯৭১ সালের কেবল ২৫ মার্চ রাতে ঢাকায় সাত হাজারের অধিক সাধারণ লােককে নির্মমভাবে। হত্যা করা হয়েছে। এছাড়া গ্রেফতার করা হয়েছে আরাে তিন হাজারের অধিক লােককে। তাদেরকেও পরে মেরে ফেলা হয়। রবার্ট পেইন আরাে চমকপ্রদ তথ্য দিয়েছেন। যে, ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিভিন্ন জেলা ও থানায় পশ্চিম-পাকিস্তানি বাহিনী আক্রমণ চালিয়ে হাজার হাজার নিরীহ লােককে নির্মমভাবে হত্যা করে। রবার্ট পেইনের লেখা ম্যাসাকার' বইটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পশ্চিম-পাকিস্তানিরা যে গণহত্যা ও মানবতাবিরােধী অপরাধ সংঘটিত করেছিল তার। একটা অনবদ্য দলিল। তিনি তাঁর গ্রন্থে বাংলাদেশের মানুষের সাধারণ জীবনচিত্রের খুব। সহজ-সরল ও মূল্যবান তথ্যাদি দিয়ে উপস্থাপন করেছেন। গ্রাম-বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে শহুরে মানুষের সকল শ্রেণি-পেশাজীবীর জীবনচিত্র এঁকেছেন অত্যন্ত সুন্দরভাবে, যা একজন পাঠককে দারুণভাবে আকৃষ্ট করে। ‘ম্যাসাকার’ বইটি প্রথম প্রকাশিত হয় আমেরিকার ম্যাকমিলান কোম্পানি থেকে ১৯৭৩ সালের ১ ডিসেম্বর। ইংরেজি ভাষায় প্রকাশিত এ বইটির পৃষ্ঠা সংখ্যা ছিল ১৬৮। দাম ৫.৯৫ মার্কিন ডলার। বাংলা ভাষাভাষিদের জন্য বইটি সহজ ও সাবলীল ভাষায় অনুবাদ করা হলাে। পাকিস্তানিরা বাঙালিদের উপর ১৯৭১ সালে যে ভয়াবহ অত্যাচার চালিয়েছিল লেখক তার নিখুঁত বর্ণনা দিয়েছেন এ গ্রন্থটিতে।