হ্যান্ডবুক অফ ইনস্ট্রুমেন্টাল এন্ড প্র্যাকটিক্যাল প্যাথোলজি
ভূমিকা রোগবিদ্যা বা বিকারতত্ত্ব বা প্যাথলজি চিকিৎসা বিজ্ঞানের বিশেষ বিভাগ হিসাবে অবতীর্ণ হয় রেনেসাঁস-এর যুগে। কিন্তু প্রাচীন ভারত ও গ্রীস দেশেই গোটা চিকিৎসাশাস্ত্রের মতই রোগবিদ্যার উপর বিশেষ নজর দেওয়া হয়। আয়ুর্বেদে তথা চরক ও সুশ্রুত রচিত বিভিন্ন গ্রন্থগুলিতে রোগবিদ্যা-বিষয়ক তথ্য পাওয়া যায়। বিখ্যাত গ্রীক চিন্তাবিদ, দার্শনিক ও চিকিৎসক হিপোক্রাটিসের (৪৬০-৩৭৭ খ্রীঃ পূঃ) চিকিৎসা-বিষয়ক গ্রন্থগুলিতেও প্যাথলজি সম্পর্কিত কিছু তথ্য পাওয়া যায়। শরীর যদি অসুস্থ থাকে তবে তা হচ্ছে রোগের লক্ষণ বা রোগের পরিচায়ক। শরীরের মধ্যে বা বাইরে দেহের কোনো যন্ত্রের বা অংশের পরিবর্তন, ক্রিয়া-বৈকল্য বা বিকার-লক্ষণ প্রকাশ পেলে তাকেই রোগ বলা হয়। আর এই রোগ বা বিকার-সম্পর্কিত অধ্যয়ন ও চর্চাকেই বিকারতত্ত্ব বলা হয়। প্রকৃতপক্ষে সুস্থ-স্বাভাবিক অবস্থা থেকে কোন রোগজনিত কারণে দেহের অঙ্গ-প্রত্যক্ষ বা যন্ত্রগুলির, এমনকি কলা ও কোষের পরিবর্তন বা বিকারের তুলনামূলক অধ্যয়নই হল প্যাথলজি বা রোগবিদ্যা । আজ নিত্যনতুন প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা ও যন্ত্রপাতি আবিষ্কারের ফলে চিকিৎসা জগতে এক নতুন যুগের সূচনা হয়েছে। এমতাবস্থায় চিকিৎসক, চিকিৎসাবিদ্যার ছাত্র, চিকিৎসাকর্মী ও চিকিৎসাবিজ্ঞানের অনুরাগী ও জিজ্ঞাসু পাঠকবৃন্দের প্রয়োজনে এই পূর্ণাঙ্গ ও সময়োপযোগী গ্রন্থখানির রচনা। এই গ্রন্থখানিতে প্যাথলজি ছাড়াও চিকিৎসাবিজ্ঞানের অন্যান্য বিষয়গুলির উপরও কম-বেশি আলোকপাত করা হল। চিকিৎসাবিজ্ঞানে বহুল ব্যবহৃত শব্দাবলী, সংক্ষেপিত রূপ, সংকেত ইত্যাদি বর্তমান গ্রন্থটিতে সংযোজিত হয়েছে। তাছাড়া প্যাথলজি সম্পর্কিত সাম্প্রতিকতম তথ্য ও উপাত্ত (Data)-ও সন্নিবিষ্ট হয়েছে। সাম্প্রতিকতম তথ্য, উপাত্ত, প্রতিশব্দ প্রভৃতি নেওয়া হয়েছে বিভিন্ন উৎস থেকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল — 'Davidson's Principles and Practice of Medicine', 'Clinical Diagnosis and Management by Laboratory Methods by Sanford and Davidson, ডাঃ নৃপেন ভৌমিক-এর চিকিৎসা পরিভাষা অভিধান, 'The American Illustrated Medical Dictionary', ‘Mosby's Medical Dictionary' প্রভৃতি প্রামাণিক-নির্ভরযোগ্য গ্রন্থ। কোনো গুরুত্বপূর্ণ বিষয় ও তথ্য যাতে বাদ না পড়ে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। স্বনামধন্য শ্রদ্ধেয় পণ্ডিতপ্রবর ডাঃ অমরকুমার ঘোষাল এবং ডাঃ ডি. এন. ঘোষ-এর নিকট আমাদের ঋণ সমধিক। তাঁদের অমূল্য উপদেশ ও নিরলস সহযেগিতা গ্রন্থখানিক উৎকর্ষ সাধনে অতিশয় সাহায্য করেছে।
Title
হ্যান্ডবুক অফ ইনস্ট্রুমেন্টাল এন্ড প্র্যাকটিক্যাল প্যাথোলজি