আন্দালুসের শাহজাদী" বইয়ের ফ্ল্যাপের লেখা: আন্দালুসের রাজকন্যা খ্রিস্টান মেয়ে ফ্লোরিন্ডা...! যার সম্ভ্রম ও শ্লীলতাহানি করেছিল এক খ্রিস্টান বাদশা। এর যথােপযুক্ত প্রতিশােধ গ্রহণ ও সমােচিত জবাব দেওয়ার জন্য স্পেনে ছুটে আসেন মুসলিম মুজাহিদগণ। অভিযানে নেতৃত্ব দেন তারিক বিন জিয়াদ। পুরাে স্পেন বিজয় করেন। স্পেনের মাটিতে ইসলামি পতাকা উড্ডীন হয়। পতপত করে উড়তে থাকে ইসলামের পতাকা ফ্লোরিডা যদিও ভিন্ন ধর্মাবলম্বী কিন্তু মুসলমান যে সদা নারীর প্রতি শ্রদ্ধাশীল.....! শত্রুর মেয়ের ইজ্জত-সভ্রম ভূলুণ্ঠিত হােক, শ্লীলতাহানি ঘটুক এটা মুসলমান মেনে নিতে পারে না; বরদাশত করে। মুসলমান নারীর শ্লীলতাহানি কারীকে ক্ষমাও করে না বরং উচিত শিক্ষা দেয়। মুসলমানরা রাজকন্যার শ্লীলতাহানির সমােচিত জবাব ও যথার্থ শাস্তি প্রদান করায় রাজকন্যা ফ্লোরিডা বেশ প্রভাবিত হয়। আনন্দে আপ্লুত হয়। ইসলাম ও মুসলমানদের প্রতি শ্রদ্ধা ও ভক্তিতে তার হৃদয়-মন ভরে ওঠে....। কিন্তু পরিশেষে রাজকুমারীর ভাগ্যে কী ঘটে...? এ এক রহস্য.....! এ রহস্য জানা যাবে গল্প পাঠ শেষে..। এছাড়াও আরও কয়েকটি গল্প আছে বইটিতে। ইসলামের ইতিহাসের সত্য ঘটনা। নিঃসন্দেহে এ গল্পগুলাে পাঠ করে তােমরা নিজেদেরকে বড় সৌভাগ্যবানই ভাববে। আর ভাবনা ও অনুভবে ফিরে যাবে তােমাদের সুনালি অতীতে । ঘুরে ফিরবে অতীত রাজা-বাদশাদের বিভিন্ন মহল ও আঙিনায়....। ছুটে যাবে যুদ্ধের ময়দানে; রণাঙ্গনে। মনে হবে যেন সবই ঘটছে চোখের সামনে।