ভূমিকা লিয়নটিয়েভের বই ‘মার্কসীয় অর্থনীতির' পুনর্মুদ্রণ করে ন্যাশনাল বুক এজেন্সি উপযোগী কাজ করেছেন। মার্কসীয় অর্থনীতির প্রবেশিকা হিসাবে এবং যে-সব নবীন মার্কসবাদীরা মার্কসের ‘ক্যাপিটালের' দুরূহ রাজ্যে অনুপ্রবেশ করার আশা পোষণ করেন তাঁদের এই বইটি প্রভূত সাহায্য করবে। অনেকেই যাঁরা নিজেদের মার্কসবাদী বলে মনে করেন তাঁরা অনুধাবন করেন না যে, মার্কসীয় অর্থনীতির সম্যক জ্ঞান এবং মার্কসের ‘ক্যাপিটালে সঞ্চিত মূল্যবান ভাণ্ডারের বিষয়বস্তুর গভীর জ্ঞান ছাড়া মার্কসবাদের উপলব্ধি সম্পূর্ণ হতে পারে না। আমাদের কালে যখন মার্কসবাদ- লেনিনবাদকে আক্রমণ করছে কেবল আমাদের শ্রেণীশত্রু নয় উপরন্তু সেই সব সংশোধনবাদীরা যারা মার্কসের বৈজ্ঞানিক পদ্ধতির বদলে তাদের ভুয়ো বিশ্লেষণ প্রয়োগ করছে — এদের উৎখাত করার জন্য মার্কসের মতবাদ আয়ত্ত করার আরও বেশি প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষ করে এই যুগের মানুষকে মার্কসের অর্থনীতিক চিন্তাধারাকে আয়ত্ত করতে হবে। আগেকার দিনের সংযুক্ত ভারতীয় কমিউনিস্ট পার্টির সংশোধনবাদী প্রভুত্ব নবীনদের ও পার্টির সাধারণ কর্মীকে মূল অর্থনীতির তত্ত্বের আগ্রহে বিরত রেখেছিল ; তার ফলে আজকের যুগের অনেকে বুর্জোয়া সমালোচকদের যথার্থ মোকাবিলা করতে পারেন না। সাম্প্রতিক আন্তর্জাতিক বিতর্ক ও অর্থনীতিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে নবীনদের মধ্যে থিওরির দিকে, মার্কসবাদের মূল সূত্রগুলির প্রতি দৃষ্টি নিবদ্ধ হচ্ছে। আমার মনে হয় এদের সকলকে লিয়নটিয়েভের বই মার্কসের অর্থনীতিক মতবাদে অনুপ্রবেশে এবং ধনতান্ত্রিক সমাজের বিশ্লেষণে প্রভূত সাহায্য করবে। এই পুনর্মুদ্রণ প্রকাশ করে ন্যাশনাল বুক এজেন্সি বহুদিনের চাহিদা পূরণ করলেন। ফ্যাসিবিরোধী যুদ্ধ জয় ও মহান চীন বিপ্লব সফল হবার পঁচিশ বছর আগে বইটি বেরোয়। বইটিতে যেখানে চীন সম্বন্ধে বলা হয়েছে সেই অবস্থা এখন নেই। সঙ্গত কারণেই এই সব প্রাককালীন নজিরগুলি বাদ দেওয়া যায়নি। কিন্তু তার জন্য বইয়ের মূল্য ব্যাহত হয়নি।