"Only IELTS Cue-Cards Solution" বইটির 'from the writer's pen' অংশ থেকে নেয়াঃ IELTS Speaking module এ ৩ টি parts থাকে, তার মধ্যে Cue Card হলাে 2nd part। Cue card নিয়ে বলার জন্য প্রথমে আপনাকে ১ মিনিট সময় দিবে Cue card টি পড়ার জন্য, সাথে পেন্সিল এবং এক টুকরা কাগজ দিবে Cue card এর questions গুলাে নিয়ে কিছু লিখার জন্য। আপনি অবশ্যই আগে Cue card এর questions গুলাে ভাল করে পড়বেন, তারপর সময় পেলে কিছু প্রশ্ন নিয়ে লিখবেন। প্রশ্ন নিয়ে লিখা বাধ্যতামুলক নয়। Cue card questions এর মধ্যে দুই, একটি প্রশ্ন নিয়ে একটু বেশি বলা যায়, সেই প্রশ্ন গুলাে আগে নির্বাচন করুন। Cue Card নিয়ে আপনাকে ১ থেকে ২ মিনিট বলতে হবে। চেষ্টা করুন ২ মিনিট বলতে এবং সবগুলাে প্রশ্নের উওর দিতে।আর একটি ব্যাপার মনে রাখতে হবে Cue card এর questions গুলাে যে tense এ থাকে সে tense এ answer করতে হবে, এতে আপনার grammar এর ভুল কম হবে এবং score ভাল আসবে। আমি এই বইটিতে ৩০০ Cue Cards Solution করেছি। Cue Cards Solution গুলােতে আমি দেশিয় সংস্কৃতি, আচার, আচরন এর প্রতিফলন ঘটানাের চেষ্টা করেছি এবং যতটুকু সম্ভব সহজ ভাষায় লিখেছি যাতে ছাত্র/ছাত্রীদের বুঝতে ও আয়ত্ব করতে সহজ হয়।একটা বিষয় মনে রাখতে হবে যে, Real IELTS speaking test এ খুব বেশি প্রশ্নকমন আসেনা।এই বইটি থেকে Cue card কমন পড়বে এমন ধারনা না নিয়ে বইয়ের Cue cards গুলাে এমনভাবে practice করুন যাতে যে কোনো Cue cards নিয়ে exam এ বলতে পারেন।