ভূমিকা অ্যান্টনি (ভালো নাম—অনন্ত নন্দী) অত্যন্ত সাধারণ এক যুবক, সাধারণ একটি চাকরি করে। কোনো সুপার পাওয়ার নেই, উড়তে পারে না, জাঙিয়া কোনোদিন-ই প্যান্টের বাইরে দিয়ে পরার সাহস হয়নি, চেহারাও দুর্বল, জোরে হাওয়া দিলেই গলা ব্যথা আর জ্বর এসে যেতে পারে। সেই অ্যান্টনির আপাতত একটি প্রেমিকা আছে, যে কিনা প্রচুর ঝাম দিয়ে থাকে। অ্যান্টনির বাবা আছেন, রিটায়ার্ড কিন্তু young at heart! এক চরম হারামি কাটিং বন্ধু আছে, নাম টম। এ ছাড়া অফিস আছে, বস আছে, ফেসবুক আছে, মানে একটা সাধারণ মানুষের যা যা থাকে, সেই সব-ই আছে। আর যেহেতু এটা ২০১৫, কলি যুগের মহিমায় সবাই আস্তে আস্তে অল্প অল্প পেগলে যাচ্ছে তাই এক পিস shrink-ও (কাউন্সেলর) রাখা হয়েছে। অ্যান্টনির প্রথম গল্পে, আমাদের অত্যন্ত প্রিয় বাংলা ব্যান্ড ‘চন্দ্ৰবিন্দু’ আছে। পাঠক যদি চন্দ্রবিন্দুর ন-টি অ্যালবাম শুনে এই গল্প পড়েন তাহলে আশা করছি তাঁর কাছে ব্যাপারটা আরও জমবে! এটি অ্যান্টনির প্রথম অ্যাডভেঞ্চার (মিসঅ্যাডভেঞ্চার-ও বলতে পারেন), তাই এখন-ই চরিত্রের সব দিক ফুটিয়ে বের করা হয়তো সম্ভব হয়নি। আমাদের জীবন দর্শন পালটাবে, অ্যান্টনি-ও পালটাতে থাকবে। এই মুহূর্তে we just set the ball rolling.....
অনুপম রায় জন্মগ্রহণ করেন ২৯ মার্চ ১৯৮২ সালে। তিনি তার প্রাথমিক শিক্ষার ১০ বছর পার করেন কলকাতার সেন্ট.পালস ব্রডিং অ্যান্ড ডে স্কুল এ। তিনি তার কলেজ জীবন পার করেন বেহালার এমপি বিরলা ফাউন্ডেশন থেকে। অনুপম রায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনেকেশন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে গোল্ড মেডেল অর্জন করেন। তিনি টেক্সাস ইনস্ট্রুমেন্টস ব্যাঙ্গালোর, কলকাতা তে ২০০৪ সালের জুলাই থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত এনালগ সার্কিট ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।