"বাংলাদেশের প্রধানমন্ত্রী( ১৯৭১- ২০১৮)" ফ্ল্যাপে লেখা কথা: প্রধানমন্ত্রীগণ বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। তাঁদের জীবনচরিত পাঠে সকল স্তরের জনগণ উপকৃত হবেন এটাই স্বাভাবিক। ১৯৭১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মােট ১০ জন স্বনামধন্য ব্যক্তি প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীগণের জীবনী সংক্রান্ত কোন বই মােঃ মনিবুর রহমান ছাড়া বাংলাদেশের কোন লেখক এ পর্যন্ত লিখেননি। তিনি বইটি লিখে একটি বড় ধরনের অভাব পূরণ করলেন। প্রধানমন্ত্রীগণ বাংলাদেশের রাজনীতি, শিক্ষা, সমাজ, সাহিত্য, সংস্কৃতি রূপায়ণে অবিস্মরণীয় অবদান রেখেছেন। লেখক এঁদের জীবনকথা কার্যাবলীর মধ্যদিয়ে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ইতিহাস পর্যালােচনা করেছেন। বইটিতে প্রধানমন্ত্রীগণের জন্ম, পারিবারিক জীবন, শিক্ষাজীবন, কর্মজীবন, রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ও কৃতিত্বসহ জীবনের সকল কর্মকাণ্ড অত্যন্ত সরল ও সাবলীল ভাষায় বিধৃত হয়েছে। বইটি গবেষকদের যেমন বিভিন্ন তথ্যের জন্য প্রয়ােজন হবে তেমনি সকল শিক্ষার্থী ও চাকুরীপ্রার্থীদের জন্য সমানভাবে প্রযােজ্য। বইটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রন্থাগারের সংগ্রহে রাখা প্রয়ােজন।