বইটির সূচিপত্র: কালিমাতুত তাওহীদ লা-ইলাহা ইল্লাল্লাহ ১. প্রথম শর্ত আল ইলম-জ্ঞান। ২. দ্বিতীয় শত আল ইয়াকীন-বিলাস ৩, তৃতীয় শর্ত আইলাস-একনিষ্ঠতা বা আতরিকতা। ৪. চতুর্থ শর্ত আস সিক-সত্যায়ন ৫. পঞ্চম শর্ত আল মাহাব্বা-ভালবাসা ৬. যষ্ঠ শর্ত আল ইনকিয়া-বশ্যতা স্বীকার করা ৭. সপ্তম শর্ত আলবুল-গ্ৰহণকা ৮. অষ্টম শর্ত আল্লাহ ব্যতীত সব কিছুকে অস্বীকার করা ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ ১. প্রথম: আল্লাহর ইবাদাতে শিরক করা | ২. দ্বিতীয়: আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম তৈরী করা। ৩. তৃতীয়: মুশরিকদেরকে কাফির মনে না করা | ৪. চতুর্থ: অন্যের হিদায়াত রসূল সাঃ এর হিদায়াত অপেক্ষা অধিক পরিপূর্ণ মনে করা ৫. পঞ্চম: দ্বীনের কোন বিষয়ের প্রতি ক্রোধ (বিদ্ধেষ), অবজ্ঞা পােষণ করা ৬. ষষ্ঠ: দ্বীনের কোন অংশ, নেকী অথবা শান্তি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। ৭. সপ্তম: যাদু করা ৮. অষ্টম: মুশরিকদের পৃষ্ঠপােষকতা করা এবং মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য সহায়তা করা ৯. নবম: শরীয়াত মানতে বাধ্য নয় মনে করা ১০. দশম: আল্লাহর দ্বীন (ইসলাম) হতে সম্পূর্ণ বিমূখ থাকা। ইসলামী শিক্ষা গ্রহণ করা থেকে বিরত থাকা এবং সে অনুযায়ী আমল না করা। পরিত্রাণের উপায়।
Title
কালিমাতুত তাওহীদ লা-ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শর্ত ও তা ভঙ্গকারী বিষয়সমূহ