"শিক্ষার ভিত্তি" বইটির 'দ্বিতীয় সংস্করণের ভূমিকা' অংশ থেকে নেয়াঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি. এড কোর্সের পাঠ্যসূচি পরিবর্তিত হওয়ার পরপরই আমরা শিক্ষার ভিত্তি আবশ্যিক বিষয়ের উপর এই বইটি রচনার উদ্যোগ নিয়েছিলাম। শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের কথা চিন্তা করে আমরা অনেক পরিশ্রম করে, অনেক সহায়ক গ্রন্থের সাহায্য নিয়ে এবং অনেক সময় ব্যয় করে এই বইটি রচনা করেছিলাম। আমাদের সে পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করি। শিক্ষক প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের অনুরােধে তাই বইটির দ্বিতীয় সংস্করণে হাত দিয়েছি। এ সংস্করণে বিষয়বস্তুর কলেবর খানিকটা বেড়েছে। সংযােজিত হয়েছে দু’জন শিক্ষাবিদের শিক্ষাদর্শন। আশা করি এতে প্রশিক্ষণার্থীরা উপকৃত হবেন। প্রথম সংস্করণে তাড়াহুড়াে করে বইটি প্রকাশের জন্য অনেক মুদ্রণ ত্রুটি থেকে গিয়েছিল। এ সংস্করণে তা সংশােধনের প্রচেষ্টা নিয়েছি। বইটির ত্রুটি-বিচ্যুতি সম্পর্কে প্রশিক্ষণার্থী ও শিক্ষক প্রশিক্ষকগণের পরামর্শ পেলে উপকৃত হব। তাদের সকলের পরামর্শ বইটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে সাহায্য করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।