ফ্ল্যাপে লিখা কথা একই রাতে খুন হয় মা আর মেয়ে। অনেক চেষ্টার পর ধরা সম্ভব হয় আসল খুনীকে। তার মুখোমুখি হন পুলিশ অফিসার। খুনী তাকে হড়বড় করে বলে দেয় কীভাবে খুন করেছে, কেন খুন করেছে। -স্যার, বলতে লজ্জা লাগছে। কিন্তু বলতে যখন হবেই, লজ্জা রেখে কী লাভ। স্যার, মেয়ে মানুষের প্রতি আমার একটু বাড়তি খায়েশ আছে। রাতে চুরি করতে গিয়ে যখন দেখতাম মেয়ে মানুষ ঘুমিয়ে আছে, তখন চুরি করার পর সুযোগ বুঝে খায়েশ মিটিয়ে চলে আসতাম। যে ঘটনার জন্যে আমাকে ধরে আনলেন, এখানেও একই কাজ করেছিলাম। কিন্তু হঠাৎ মহিলাটা লাইট জ্বালিয়ে ফেলেছিল বলেই খুনটা করতে হলো। -শুধু লাইট জ্বালানোর অপরাধে খুন করে ফেললে? - লাইট জ্বালানোর পর মহিলার মুখ দেখে আমি তাজ্জব। কারণ এই মহিলাকে আমি চিনি। সেও আমাকে নাকি চেনে। কারণ আমার এলাকার উপর দিয়ে সে বাপের বাড়ি যেত প্রায়ই।ব্যস , ছুরি মেরে দিলাম। -মানলাম তোমার কথা। এবার বলো মহিলার মেয়ে মানে টিনাকে কেন খুন করলে। তাকে তো খুন না করলেও হতো। পাঠক, পুলিশ অফিসার কেন বলছেন টিনাকে খুন না করলেও হতো, সেই রহস্য জানতে হলে শিরোনাম গল্পটি অবশ্যই পড়তে হবে। আর বাকি গল্পগুলোও না পড়লে চলবে না এই জন্যে, কারণ একেকটি গল্পে রয়েছে একেক রকম আমেজ। অতএব....
সূচি * অন্য কারও স্পর্শ * ভালোবেসে অবশেষে * মেয়েটিকে খুন না করলেও হতো * প্রশ্নের সে * নাই বা হলো সে আমার * গল্প কিংবা সত্যি * স্বপ্নের দুয়ার * ফুলেছা * রহস্যময় হাসি * লণ্ড্রি * কতদিন পর