ফ্ল্যাপে লিখা কথা সদাশয় যিশু আর দুরাত্মা খ্রিস্টের উপাখ্যান বহুল পঠিত আর খ্যাতনামা নিরীশ্বরবাদী লেখক ফিলিপ পুলম্যানের নতুন আর অসামান্য একটি কাহিনী বিন্যাস। গসপেলের ঘটনাবলীকে প্রশ্নের মুখোমুখি করে পুলম্যান আমাদের সামনে যিশুর জীবনের সত্যপ্রতিম বর্ণনা উপস্থিত করেছেন যা একান্তই পুলম্যানের নিজস্ব কল্পনা আর এটা করতে গিয়ে প্রতিটি কালোত্তীর্ণ পাণ্ডুলিপিতে যা করা হয়ে থাকে তাই করেছেন; পাঠককে প্রশ্ন করতে বাধ্য করেছেন। পুলম্যানের নিজস্ব বয়ানে, ‘আমি যে গল্পটা বলতে চেষ্টা করেছি সেটা যিশু খ্রিস্টের স্বৈত প্রকৃতির মাঝে বিদ্যমান মানসিক টানাপোড়েনকে কেন্দ্র করে রূপ লাভ করেছে কিন্তু এই টানাপোড়েনকে আমি যেভাবে বয়ান করেছি সেটার দায়দায়িত্ব একান্তই আমার কাহিনীটার কিছু অংশ পাঠ করার সময়ে একে উপন্যাস মনে হতে পারে, কিছু অংশ নিছকই ইতিহাস, কিছু অংশ একেবারেই রূপকথা। আমি পুরে বিষয়টাকে এভাবেই উপস্থান করতে চেয়েছি কারণ এটা অন্য সবকিছুর সাথে সাথে, গল্প কীভাবে গল্প হয়ে উঠে সে বিষয়ে নিছকই আরেকটা গল্প।
মাত্রাছাড়া অধিকারিত্বের সাথে লিখিত, সদশয় যিশু আর দুরাত্মা খ্রিস্টের উপাখ্যান একজন বিতর্কিত অথচ সর্বজন প্রিয় লেখকের একটা শক্তিশালী ,জটিল, সারগর্ভ আর পাণ্ডিত্যপূর্ণ বই। পাঠ আর পুনর্পাঠ্যযোগ্য একটা পাণ্ডুলিপি, খোদ বাইবেলের মতই যাকে মোড়ক খুলে অধ্যয়ন করা হয়েছে।
সূচি * মেরী ও যোসেফ * জনের জন্ম * যিশুর গর্ভাবস্থা * যিশুর জন্ম গ্রহণ আর মেষ পালকদের আগমন * জ্যোতিষীর দল * জ্যাকরিয়াসের মৃত্যু * যিশুর ছেলেবেলা * জেরুজালেম দর্শন জনের আগমন * যিশুর আপ্সুদীক্ষা * জনহীন প্রান্তরে যিশুকে প্রলুব্ধ করার চেষ্টা * যোসেফ তার পুত্রকে স্বাগত জানায় * যিশুর যাজকবৃত্তির সূচনা * আগন্তুকের আগমন * যিশু এবং দ্রাক্ষারস * যিশু সুবর্ণিকদের মর্মপীড়ার কারণ হন * পাহাড়ে যিশুর ধর্মোপদেশ প্রচার * আগন্তকের কারণে খ্রিস্টের পরিত্রাণ লাভ * পাহাড়ে যিশু তার নসিহত প্রদান অব্যাহত রাখে * বাপ্তিষ্মদাতা যোহনকে হত্যা * পাঁচ হাজার লোককে আহার দান * সংবাদদাতা এবং কনানীয় রমণী * অনুতপ্ত পতিতা নারীর ক্ষমালাভ * ইতিহাস আর বাস্তবতা সম্পর্কে আগন্তুকের মন্তব্য * ‘আমার সম্বন্ধে লোকে কি বলে?’ * ফরিশী এবং সদ্দুকীরা * যিশু এবং তার পরিবার/ যিশুর আপনজন * কঠিন গল্প সমূহ * আগন্তুকের মূর্তিমান পরিবৃত্তি ; সঙ্কটকাল আসন্ন * জনৈক শাস্ত্রবিদের সাথে যিশুর বিতর্ক * সাহায্যকারী সাধু শমরীয় * মেরী এবং মার্থা * খ্রিস্ট এবং বারবণিতা * বিচক্ষণ আর মূর্খ মেয়ের দল * আব্রাহাম আর ইসহাক সম্বন্ধে আগন্তুকের আলাপন * যিশুর জেরুজালেম প্রবেশ * যিমুকে পুরোহিতদের পরীক্ষা * ফরিশীদের প্রতি যিশু ক্রুব্ধ হলেন * যিশু আর মুদ্রা বিনিময়কারীর দল * যিমু ভবিষ্যৎ নিয়ে পুরোহিতদের ভিতরে আলোচনা * খ্রিস্ট আর তার গোপন বার্তাবাহক * আগন্তুক খ্রিস্টকে বলে তাকে কি * ভূমিকা পালন করতে হবে * বেথশেডা কুণ্ডের (ডোবা) শান বাঁধানো পাড়ে খ্রিস্ট * কায়াফা * গেৎশিমানীর উদ্যানে যিশু * যিশুর গ্রেফতারবরণ * কাউন্সিলের সামনে যিশু * পিতর * যিশু এবং পীলাত * যিশুখ্রিস্টের মৃত্যু * যিশুর সমাধি * উদ্যানে এক আগন্তুক * সমাধির সম্মুখে মাগদালার মরিয়ম * ইম্মায়ুর পথে * জালের কারিগর