বিষয় ভিত্তিক কুরআন ও হাদীস - ১ম খণ্ড বিষয় ভিত্তিক কুরআন ও হাদীস - ২য় খণ্ড "বিষয় ভিত্তিক কুরআন ও হাদীস-১ম খণ্ড" বইটিতে লেখা প্রকাশকের কথা: বাংলাদেশের প্রকাশনা জগতে বিষয় ভিত্তিক কুরআন ও হাদীসের প্রকাশনা খুব বেশি সমৃদ্ধশালী নয়। অবশ্য এ বিষয়ের উপর অনেকগুলো বই প্রকাশ পেয়েছে। তবে আয়াতের সংখ্যা খুবই কম। সংকলক মোস্তফা রশীদুল হাসান তার এই সংকলনে ফ্রান্সের প্রখ্যাত কুরআন গবেষক জুলাবুম ও এ্যডওয়ার্ড মন্টেন-এর বিষয় ভিত্তিক কুরআনের সাথে বিভিন্ন হাদীস গ্রন্থ থেকে বিষয়ের সাথে সামঞ্জস্য হাদীস সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ বিষয় ভিত্তিক কুরআন ও হাদীস বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এ জন্য মহান আল্লাহ রাব্দুল আলামীন সংকলকের এই কাজের জন্য পরকালে নাজাতের পথ দেখাবেন। এ গ্রন্থের বিশেষত্ব হলো প্রতিটি বিষয়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়াতও সংযোজন করা হয়েছে এবং কুরআনের বাংলা অনুবাদ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) কৃত কুরআনের বঙ্গানুবাদ থেকে নেয়ায় প্রকাশনাটি আরো সমৃদ্ধ হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানীতে এবং করআনের অনেক ভক্ত-অনুরক্তের দো'আ ও আর্থিক সহযোগিতায় বিশেষ করে কম্পিউটার কম্পোজিটর মোঃ ওয়ালী উল্যাহ ভুইয়ার অক্লান্ত পরিশ্রমের ফসল এই প্রকাশনাটি প্রকাশ পাচ্ছে বলে আমরা খায়রুন প্রকাশনীর পক্ষ থেকে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মোস্তফা শহীদুল হক পরিচালক খায়রুন প্রকাশনী
Title
বিষয় ভিত্তিক কুরআন ও হাদীস ১ম ও ২য় খণ্ড রকমারি কালেকশন