"স্বর্ণযুগের স্বর্ণমানব প্রিয় নবীর প্রিয় সাহাবী" বইয়ের সংক্ষিপ্ত কথা: পারিভাষিক অর্থে সাহাবা সেই পবিত্র মানবকাফেলার নাম, যারা সাইয়িদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য, সংস্পর্শ ও ভালোবাসা লাভে ধন্য হয়েছেন এবং দুনিয়াতে বসেই জান্নাতের সুসংবাদ লাভ করতে সক্ষম হয়েছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা করেন, ‘আল্লাহ তাদের (সাহাবিদের) প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট।’
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর প্রিয়নবীর প্রিয় সাহাবিগণ হেদায়াতের মশাল হাতে পৃথিবীর আনাচেকানাচে ছড়িয়ে পড়েন এবং জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত পথহারা মানবকাফেলাকে পথের দিশা দান করেন। শুধু তা-ই নয়, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গনে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ও প্রতিটি ক্ষণে তারা সুন্নতে নববীর উপর অবিচল থেকে উম্মতের জন্য অত্যুজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, দীন ইসলাম প্রতিষ্ঠার মেহনতে নিজেদের সর্বস্ব বিলীন করেছেন এবং আল্লাহ ও রাসুলুল্লাহর ভালোবাসায় যুদ্ধের ময়দানে জীবনের বাজি ধরেছেন।
মানবসমাজের আদর্শ উম্মতের নক্ষত্র সাহাবায়েকেরামের প্রতিটি কার্যকলাপে আমাদের জন্য রয়েছে শিক্ষার উপকরণ। তাদের জীবনের প্রতিটি স্তরই আমাদের জন্য সত্যের মানদণ্ড এবং অনুসরণীয়। রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি কাফেলার নীতি সম্পর্কে ইরশাদ করেন, ‘যে নীতির উপর আমি ও আমার সাহাবিগণ রয়েছেন।’