"মোটিভেশনাল মোমেন্টস"বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়াঃ লক্ষাধিক লােকের জীবনে প্রভাব রাখে, এমন একজন ব্যক্তির উদ্ধৃতি সমৃদ্ধ গ্রন্থ প্রকাশ করার জন্য বহু মানুষের কাছ থেকে অনুরোধ আসতে থাকে। মুফতি মেকের ফেসবুক ও টুইটার একাউন্টে আপনাদের লাইক (পছন্দ) করা, বা শেয়ার করা সর্বাধিক জনপ্রিয় ৫০০-টি উদ্ধৃতির তেমন একটি সংকলন আপনাদের হাতে তুলে দিচ্ছে ‘মোটিভেশনাল মোমেন্টস' (অনুপ্রেরণার মুহূর্তগুলো) নামক এই গ্রন্থটি। তার শক্তি যোগানো বাণী বিশ্বের বহু মানুষের জীবনে প্রতিনিয়ত আশা ও ধৈর্যের যোগান দেয়। বহু ভাষায় ইতোমধ্যে সেসব উদ্ধৃতির অনুবাদ হয়েছে। তাঁর উদ্ধৃতি জীবনে আশার আলাে ফিরিয়ে আনে। সমগ্র মানবতার উদ্দেশ্যে রচিত সেসব উদ্ধৃতি বেশ শক্তিশালী এবং সেগুলো ভেঙ্গে ফেলে সমস্ত বাঁধ। আশাব্যঞ্জক জীবন ও ভালো মানুষ হতে অনেকেই তার এসব উদ্ধৃতির পিছনে লুকিয়ে থাকা প্রজ্ঞা বা হিকমতের সদ্ব্যবহার করে যাচ্ছেন। নিঃসন্দেহে তিনি বর্তমান সময়ের অন্যতম প্রভাব বিস্তারকারী ব্যক্তি। তার এই প্রথম গ্রন্থ অনুপ্রেরণার রত্ন, আধ্যাত্মিক প্রজ্ঞা, বাস্তব উপদেশ এবং ভালো জীবন যাপনের উপযুক্ত পদক্ষেপের বর্ণনায় সমৃদ্ধ।