"আত্মশুদ্ধি (প্রায় ৭০টি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা, নিরাময় ও প্রতিকারসহ)" বইয়ের সংক্ষিপ্ত কথা: শারিরীকভাবে আমরা কিছুটা অসুস্থ হলেই দৌড়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশান অনুসারে ওষুধ সেবন করি। প্রয়োজনে অপারেশান কিংবা ক্যামোথেরাপি পর্যন্ত নিই৷ আর এর জন্যে নিজের কষ্টার্জিত ধন-সম্পদ খরচ করতেও দ্বিধা বোধ করি না। আচ্ছা, দেহের সুস্থতার জন্যে আমরা যতটা দৌড়ঝাঁপ করি, অন্তরের সুস্থতার জন্যে কি তার সিকিভাগও করি? অথচ আল্লাহ তাআলা বলেছেন, "নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে৷ আর সে ব্যর্থ হয়েছে, যে তাকে কলুষিত করেছে।" (সূরা শামস : ৯-১০)। . অন্তর হচ্ছে মানুষের মূল চালিকাশক্তি। যখন অন্তর ঠিক থাকে, তখন জীবনটা সতেজতায় ভরে যায়। কিন্তু অন্তর যখন রোগাক্রান্ত হয়ে যায়, তখন গোটা জীবনটাই বিষণ্ণতায় ছেয়ে যায়। রাসূল স. বলেছেন, "জেনে রাখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরো আছে। যখন তা ঠিক হয়ে যায়, তখন পুরো শরীরই ঠিক হয়ে যায়। আর যখন তা খারাপ হয়ে যায়, তখন পুরো শরীরটাই খারাপ হয়ে যায়। জেনে রাখো, সে গোশতের টুকরোটি হলো অন্তর।" (বুখারি, ১/৫০)। . দেহের যেমন রোগ আছে, রোগের প্রতিকার আছে, ঠিক তেমনই অন্তরেরও রোগ আছে আর সেগুলোর প্রতিকার আছে। তবে দেহের রোগ যদিও মেডিসিন, অপারেশান, ক্যামোথেরাপির মাধ্যমে সারানো যায়, কিন্তু অন্তরের রোগ এ পদ্ধতিতে সারানো যায় না৷ দেহের রোগ যদিও ডায়াগননিসের মাধ্যমে নির্ণয় করা যায়, কিন্তু অন্তরের রোগ এ পদ্ধতিতে নির্ণয় করা যায় না। তাহলে অন্তরের ব্যাধিগুলোর প্রতিকার কী উপায়ে হতে পারে? অন্তরের রোগ ও তার প্রতিকার বিষয়ে আমাদের পূর্বসূরিগণ বিস্তর কাজ করে গেছেন। উত্তরসূরিদের জন্যে রেখে গেছেন সুস্পষ্ট দিকনির্দেশনা। আত্মিক ব্যাধি ও তার প্রতিকার সম্পর্কে "উয়ূবুন নাফসি ওয়া মুদাওয়াতুহা" একটি উল্লেখ্যযোগ্য কিতাব। কিতাবটি লিখেছেন পঞ্চম শতাব্দীর বিখ্যাত আলিম আবূ আবদুর রহমান আস-সুলামী রাহিমাহুল্লাহ। লেখক তার বইতে সত্তরটির মতো আত্মিক ব্যাধি ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেছেন। প্রতিকার বর্ণনার ক্ষেত্রে কুরআন-সুন্নাহকে প্রাধান্য দিয়েছেন। যারা অন্তর পরিশুদ্ধ অবস্থায় মহামহিম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, বইটি হতে পারে তাদের জন্যে চমৎকার উপহার৷
আবদুল্লাহ আল মাসউদ এই পৃথিবীতে চোখ মেলেছেন ১৯৯২ সাল ১৬ জানুয়ারি। জন্মস্থান নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কেশারখিল গ্রামে। মক্তব গমনের মধ্য দিয়ে তার পড়ালেখার হাতেখড়ি। এরপর ক'বছর নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা। তারপর ঢাকার টিকাটুলি জামে মসজিদে অবস্থিত 'তাহফীজুল কুরআন মাদরাসায়' ভর্তি হন এবং সেখান থেকেই হিফজ সমাপন করেন। এরপর ভর্তি হন ঢাকার বিখ্যাত ধর্মীয় বিদ্যাপীঠ যাত্রাবাড়ি বড় মাদরাসায়। সেখান থেকেই অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তাকমীলে হাদীস সমাপন করেন এবং মাদরাসাসমূহের সম্মিলিত শিক্ষাবোর্ড 'আলহাইআতুল উলইয়া'- এর কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করেন। তারপর উক্ত প্রতিষ্ঠান থেকেই উচ্চতর হাদীস গবেষণা বিভাগ (উলূমুল হাদীস) এবং ইসলামি আইন ও গবেষণা বিভাগ (ইফতা)-এ অধ্যয়ন সমাপ্ত করেন। লেখালেখির সাথে যুক্ত আছেন অনেকদিন ধরে। অনুবাদের পাশাপাশি প্রবন্ধ ও গবেষণাধর্মী মৌলিক রচনাতেও তিনি মনোযোগী। মৌলিক, অনূদিত ও সম্পাদিত সব মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা বিশেরও অধিক। লেখালেখির মাধ্যমে ইসলাম ও মুসলিমদের খেদমতে তিনি বদ্ধপরিকর।
আত্মশুদ্ধি। একজন মানুষ কখন কোন দিকে ধাবিত হয় সেটা ঠিক করে তার মন বা অন্তর। একজন মানুষের অন্তর যত সুন্দর, তার কাজ, কথা, আচার-ব্যবহার ততটাই সুন্দর হয়। কিন্তু আমাদের সামাজিক পরিস্থিতির শিকার হয়ে আমরা অজানা এক গন্তব্যের দিকে ছুটে যাই। যা আমাদের ঈমানকে পুরোপুরি কলুষিত করে দেয়। আত্মশুদ্ধি বইটিতে আবু আবদুর রহমান আস-সুলামী খুব সুন্দর ভাবে অন্তরের রোগ এবং এর পরিত্রাণ ব্যাখ্যা করেছেন। আমার মনে হয় এই বইটি তাদের পড়া উচিত যাদের অন্তরে পরিতৃপ্তি নেই। আমারতো মনে হয় বর্ত মানে আমাদের সমাজের যে অবস্থা তাতে অনেকেরই পড়া উচিত। আশাকরি আপনারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ দিতে চাই আবদুল্লাহ আল মাসউদ ভাইকে যিনি খুব সুন্দর ভাবে এই বইটির বাংলা অনুবাদ করেছেন।(ধন্যবাদ)
Read More
Was this review helpful to you?
By Fuad Shahriar,
27 Jun 2019
Verified Purchase
আলহামদুলিল্লাহ্! জাজাকাল্লাহু খইরান। আত্মিক উন্নতির জন্য ভালো একটি বই। পড়ার জন্য সময়োপযোগী ছোট একটি কার্যকরী বই। সকলের পড়া উচিৎ।
Read More
Was this review helpful to you?
By Mehedur Rahman Siam,
27 Aug 2021
Verified Purchase
ইসলামিক লেখকদের বই পড়ে আজ পর্যন্ত বিরক্তি অনুভব হয়নি! প্রত্যেকটি বইই নতুন কিছু জানায়, আরো জানার আগ্রহ বাড়িয়ে দেয়। এই বইটিও অসাধারণ!
Read More
Was this review helpful to you?
By mainuddin moien,
26 Jul 2021
Verified Purchase
বইটা ভাল।খুব অল্প কথায় অনেক বড় সমস্যা ও তার সমাধান পেয়েছি আলহামদুলিল্লাহ।
Read More
Was this review helpful to you?
By Shahadad hossain,
29 Aug 2022
Verified Purchase
ভালো একটি বই।পড়ে উপকৃত হওয়ার মতো
Read More
Was this review helpful to you?
By Munshi Jahidul Haque Zitu,
27 Nov 2021
Verified Purchase
জ্ঞান অর্জন জন্য বইটি পড়ুন
Read More
Was this review helpful to you?
By Shafiqul Islam,
28 Feb 2023
Verified Purchase
সত্যি সুন্দর একটি বই
Read More
Was this review helpful to you?
By Hafejur Rahman,
09 May 2021
Verified Purchase
অসাধারণ একটা বই।
Read More
Was this review helpful to you?
By Majharul islam,
29 Jul 2021
Verified Purchase
good book❤️❤️❤️
Read More
Was this review helpful to you?
By Amir Hamza,
13 Mar 2021
Verified Purchase
দারুন একটা বই
Read More
Was this review helpful to you?
By Habibur Rahman,
22 Feb 2022
Verified Purchase
Alhamdulillah
Read More
Was this review helpful to you?
By Md. Rakibul Hasan,
31 Jan 2021
Verified Purchase
Master piece
Read More
Was this review helpful to you?
By Sohrab Ahmed Sojib,
04 May 2021
Verified Purchase
best
Read More
Was this review helpful to you?
By MD RASEL KHAN,
08 Aug 2022
Verified Purchase
ভাল
Read More
Was this review helpful to you?
By Wahida Akhtar Sanna,
13 Aug 2019
Verified Purchase
যারা অন্তর পরিশুদ্ধ অবস্থায় মহামহিম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, 'আত্মশুদ্ধি' বইটি বিশেষভাবে তাদেরই জন্য।
বই - আত্মশুদ্ধি ♥ লেখক - আবূ আবদুর রহমান আস-সুলামী --- রাহিমাহুল্লাহু তাআলা অনুবাদ - আবদুল্লাহ আল মাসউদ মুদ্রিত মূল্য - ৯২ টাকা
'উয়ূবুন নাফসি ওয়া মুদাওয়াতুহা' (যার শাব্দিক তরজমা করলে অর্থ দাঁড়ায় - অন্তরের রোগ-বালা ও তার নিরাময়) - আত্মিক ব্যাধি ও তার প্রতিকার সম্পর্কে ৫ম শতাব্দীর বিখ্যাত আলিম আবূ আবদুর রহমান আস-সুলামী --- রাহিমাহুল্লাহু তাআলা - র একটি উল্লেখযোগ্য কিতাব। লেখক তাঁর বইতে ৭০টির মত আত্মিক ব্যাধি ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেছেন। সেগুলোকে তিনি প্রথমে চিহ্নিত করেছেন। তারপর প্রতিকার ও নিরাময়-পদ্ধতির কথা বাতলে দিয়েছেন। সবশেষে নিজের বাতলে দেয়া তরীকাকে কুরআনের আয়াত ও নবীজী (সাঃ)-র হাদীস দ্বারা সুদৃঢ় করেছেন। তিনি অতিরিক্ত আলাপে না গিয়ে স্বল্প কথায় মূল সমস্যাটা চিহ্নিত করে তার প্রতিকার তুলে ধরেছেন। প্রতিকার বর্ণনার ক্ষেত্রে কুরআন-হাদীসের সরাসরি বক্তব্যকে বেশি গুরুত্ব দিয়েছেন। অবাক করার মত এমন অনেক বিষয় এখানে উঠে এসেছে, যেগুলোকে আমরা আপাত দৃষ্টিতে খারাপ বলে তো মনে করিই না, বরং খুব স্বাভাবিকভাবে দেখি!
সব শেষে লেখক মানুষের অন্তর পুরোটাকেই ব্যাধিগ্রস্থ উল্লেখ করে বলেছেন, অন্তরের দোষত্রুটি এবং ব্যাধির কোনো সীমা-পরিসীমা নেই। তবে আশা করা যায়, এই বইতে আলোচিত প্রতিকারের আলোকে অন্যান্য বিষয়েরও সমাধান আবিষ্কার করা যাবে।
শারীরিকভাবে আমরা কিছুটা অসুস্থ হলেই দৌড়ে ডাক্তারের কাছে যাই, প্রেসক্রিপশন অনুসারে ওষুধ সেবন করি।প্রয়োজনে অপারেশন কিংবা কেমোথেরাপি পর্যন্ত নেই। শারীরিক সুস্থতার জন্য নিজের কষ্টার্জিত ধন-সম্পদ খরচ করতেও দ্বিধা বোধ করি না। দেহের সুস্থতার জন্য আমরা যতটা দৌড়ঝাঁপ করি, অন্তরের সুস্থতার জন্য করি না তার সিকিভাগও! অথচ আল্লাহ তাআলা বলেছেন, " নিশ্চয়ই সে সফলকাম হয়েছে, যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। আর সে ব্যর্থ হয়েছে, যে তাকে কলুষিত করেছে।"
নিঃশ্বাসের যেহেতু বিশ্বাস নাই, নিজ নিজ অন্তর পরিশুদ্ধ করণের উপায় খুঁজতে তাহলে আর দেরি করা ক্যানো?