৬ বছরের মেয়ে ডােনা। নদীর নীচে গভীর পানিতে সাঁতরে বেড়াচ্ছে। তাকে অ্যাকোয়া বানানাে হয়েছে। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন জলজ প্রাণী অ্যাকোয়া। বিবর্তনের ধারাবাহিকতায় ১০ কোটি বছর আগে তাদের জন্ম। পানির নীচে অ্যাকোয়ার নিজস্ব জগত। প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় লুপ্ত হতে চলেছে অ্যাকোয়া জাতি। টিকে থাকার জন্য তারা ডুবে যাওয়া মানুষদের অ্যাকোয়া বানাতে শুরু করেছে। মেঘনায় লঞ্চ ডুবে গেল। মায়ের সঙ্গে ডুবে গেছে ডােনা। তাকে অ্যাকোয়া বানানাের সময়। তার ব্রেইনের নিউরনে অ্যাকোয়ার সহজাত প্রবৃত্তি আর কিছু অভিজ্ঞতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে তার ব্রেইন সেলে আগের স্মৃতিও থেকে গেছে। ডােনা হয়ে উঠেছে অ্যাকোয়া-মানুষ। অ্যাকোয়া ডাক্তার নানা খারাপ মতলব করেছে। সে ডােনাকে রাক্ষুসে প্রাণীতে পরিণত করবে। যে লড়বে হিংস্র সামুদ্রিক হাঙরের সঙ্গে। এই ঘটনা জেনে ফেলেছে কাকা। সে ডােনাকে নিয়ে অনেক দূরে চলে যেতে চেয়েছে। ডােনা ফিরে যেতে চায় ডাঙায়। সে তার ভাইয়ের কাছে ফিরতে চায়। ডােনা ফিরে যেতে পারে না। তার ফুসফুস পুরােপুরি ফুলকায় রূপান্তরিত হয়ে গেছে। ডােনা জানে না কোনােদিন আর সে ডাঙায় ফিরতে পারবে কিনা। বিজ্ঞান আর কল্পনা মিশিয়ে লেখা উপন্যাস অ্যাকোয়া। ছােট দুই ভাই বােনের কাছে আসার প্রবল আকুতির গল্প । সাহসে ভর করে মানুষকে জীবনের পথে নিয়ে যাওয়ার অসামান্য সৃষ্টি।
দীপু মাহমুদ। জন্ম ২৫ মে ১৯৬৫, নানাবাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার গ্রাগপুর গ্রামে। শৈশব ও বাল্যকাল কেটেছে দাদাবাড়ি হাটবোয়ালিয়া গ্রামে। বেড়ে ওঠা স্নেহময়ী, কালিশংকরপুর, কুষ্টিয়া। পিতা প্রফেসর মোহাম্মদ কামরুল হুদা, মা হামিদা বেগম। পড়াশোনা করেছেন কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া সরকারি কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতায়। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রে। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা একশ ছাড়িয়েছে। স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার, শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী স্বর্ণপদক, নবাব সিরাজউদ্দৌলা স্বর্ণপদক, আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার, সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার, আবু হাসান শাহীন স্মৃতি শিশুসাহিত্য পুরস্কার, কবি জীবনানন্দ দাশ স্মৃতিপদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। পেয়েছেন সম্মাননা।