ফ্ল্যাপে লিখা কথা সিপাই.....ল্যান্সনায়েক....নায়েক....হাবিলদার...নায়েক সুবেদার........সুবেদার মেজর..ডি,এ,ডি....এ,ডি.. ছয়/ছয়টা সিডি টপকে তবে অফিসার.....ডি,এ,ডি মানে উর্দিতে তিনটা তার আর ডি,এ সবচেয়ে বড় র্যাঙ্ক...দুইটা শাপলা ও একটা তারা। ক্যাপ্টেন? ক্যাপ্টেনেরও তিনটা তারা । ক্যাপ্টেনের চেয়ে এক সিড়ি উপরে মেজর. মেজর অর্থ উর্দিতে দুইটা্ শাপলা। হ্যাঁ হ্যাঁ-মেজরের পরই না লেফটেন্যান্ট কর্ণেল? একটা তারা আর একটা শাপলা। লেফটেন্যান্ট কর্ণেলের পর কর্ণেল.. তার উর্দিতে ঝলমল করে দুইটা শাপলা...তারপর যেন কে? মাগো, এত কি মনে রাখা যায়? হ্যাঁ,ব্রিগেডিয়ার.. তার উর্দিতে জানো দুইটা তরবারি মানে তলোয়ার ক্রস করা.... এমন ভঙ্গিতে আঁকা থাকে! ব্রিগেডিয়ার কত উঁচুতে যেন বা খোদ জিব্রাইল ফেরেশতার ডানায় চড়ে বেহেশতে উগেড় চরার মতো উঁচু .. মাথা তুলে তাকাতে গেলে ঘাড় ঘুরে পড়ার দশা!
ওহ্ হেলেন, টিণ্ডেরাসের বুনে দেওয়া বীজ...তুমি কখনই জিউসের সন্তান নও, যেমনটি মানুষ বলে। তোমার পিতা অনেকই,উন্মাদনা,ঘৃণা, লাল মৃত্যু, যে যে বিষ এই পৃথিবী বয়ে নিয়ে আসে। ......সর্বোত্তরদায়িনী সিংহনারী স্ফিঙ্কসের মূর্তিগুলি কেন সবই মরুভূমিতে? কারণ বহু প্রশ্নের বিকাশ এই মরূবায়ূতে, ক্যাকটাস কিংবা দুর্লভ পুষ্পের মতো। গান্ধীই শ্রেষ্ঠ স্ফিঙ্কস। উনি জেনেছেন লবণের আসল মূল্য, যা শুধু স্বাদ বা প্রসাদ লাভের ক্ষুধার চেয়েও অনেক বেশি শক্তিমান। যাহোক, সুধীবৃন্দ, শুভসন্ধ্যা। এখন আপনাদের জন্য ‘বৃন্দ’ নাট্যগোষ্ঠী প্রযোজিত ট্রয় শহরের মেয়েরা’র একশ’এক তম মঞ্চায়ন শুরু হতে যাচ্ছে। রচনা : ইউরিপিদিস। মূল গ্রিক হতে ইংরেজীতে ভাষান্তর এডিথ হ্যামিলটন ও ইংরেজ হতে বাংলায় তর্জমা বিমল কান্তি মিত্র। নির্দেশনায় সারোয়ার আলম। আলোকসম্পাত অরিন্দম চৌধুরী ও শব্দ সংযোজনায়...