‘মুসলমানদের ইতিহাস (৫৭০-৭৫০ খ্রি.)' প্রকাশিত হলো। ইংরেজি ও বাংলা ভাষায় এ বিষয়ের উপর লিখিত গ্রন্থের কোনো অভাব নেই। কিন্তু, বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি' বিভাগের (অনার্স ১ম বর্ষ ও ডিগ্রি ১ম বর্ষ) সর্বশেষ সিলেবাস অনুযায়ী পূর্ণাঙ্গ কোনো বই বাজারে নেই। বর্তমান গ্রন্থ সর্বশেষ সিলেবাস অনুযায়ী রচনা করা হয়েছে। ছাত্রছাত্রীদের চাহিদার কথা চিন্তা করে বর্তমান গ্রন্থটি লেখা হয়েছে। বর্তমান গ্রন্থটিতে প্রাক-ইসলামি আমল থেকে দামেস্কের উমাইয়া খিলাফত পর্যন্ত আলোচনা করা হয়েছে। গ্রন্থটিতে প্রাক-ইসলামি আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া গ্রন্থটিতে মহানবি (সা.)-এর পূর্ণাঙ্গ জীবনী সম্পর্কে আলোচনা করা হয়েছে। ৬২২ খ্রিষ্টাব্দে মহানবি (সা.)-এর মদিনায় গমন আসলে হিজরত ছিল নাকি পলায়ন ছিল এ সম্পর্কে ইউরোপীয় ঐতিহাসিকদের ভুল মতবাদের জবাব দেয়া হয়েছে। এরপর খোলাফায়ে রাশেদিনের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। মুসলমানরা যে এক হাতে তরবারি আর আরেক হাতে কোরআন নিয়ে ইসলাম ধর্ম প্রচার করতে নামেনি এ সম্পর্কে এ গ্রন্থে তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ৬৬১ খ্রিষ্টাব্দে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে মুয়াবিয়া দামেস্কে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত করেন। এরপর এ খিলাফত দীর্ঘ ৯০ বছর (৬৬১-৭৫০ খ্রি.) পর্যন্ত দোর্দাণ্ড প্রতাপের সাথে রাজত্ব করে। এ বংশে মোট ১৪ জন শাসক ছিলেন। উমাইয়া খিলাফত ছিল মুসলিম সাম্রাজ্যের সম্প্রসারণের স্বর্ণযুগ। তারা ইউরোপ, এশিয়া ও আফ্রিকা জুড়ে তাদের রাজত্ব কায়েম করতে সক্ষম হয়। বর্তমান গ্রন্থে মূল সঠিক ঘটনাবলি নিরপেক্ষভাবে আলোচনা করা হয়েছে। ছাত্রছাত্রীরা যাতে খুবই সহজে বুঝতে পারে এবং ঘটনার গভীরে প্রবেশ করতে পারে সেভাবেই লেখা হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে ভুলে ভরা, সস্তা ও নিম্নমানের গাইড বই। এর থেকে ছাত্রছাত্রীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। গ্রন্থটি অত্যন্ত কম সময়ে খুব দ্রুততার সাথে করা হয়েছে। তাই ভুলত্রুটি থেকে যেতে পারে। গঠনমূলক সমালোচনা করলে পরবর্তী সংস্করণে তা
Title
মুসলমানদের ইতিহাস (৫৭০ খ্রি থেকে ৭৫০ খ্রি. পর্যন্ত)