"নন্দন কারেন্ট টাচ ইলেকট্রিক্যাল জব সলিউশন" বইটির ভূমিকা থেকে নেয়াঃ ডিপ্লোমা প্রকৌশলীরা কর্মসংস্থানের জন্য যে বইপত্র দরকার তা সংরক্ষণ করে তারা পাশ করার পর চাকরি পরীক্ষা দেওয়ার জন্য বাজারে জব সলিউশন খুঁজতে থাকে। বিপুল সংখ্যক বেকার ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরি পরীক্ষা পেতে সহায়তা দেওয়ার অভিপ্রায়ে আমরা দীর্ঘদিন যাবত চিন্তা করে আসছি। বর্তমানে সকলের সহযােগিতায় ডিপ্লোমা “শর্ট-কাট কারেন্ট টাচ ইলেকট্রিক্যাল জব সলিউশন” ইঞ্জিনিয়ারিং-এর বিভিন্ন বিষয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির প্রশ্নপত্র সংগ্রহ করে মােটামুটি একটা ভালাে কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি। এখানে টেকনােলজির উপর আলােচনা এবং সাধারণ জ্ঞান ও চলমান বিশ্ব সম্পর্কে আলােচনা করেছি। আশা করি “শর্ট-কাট কারেন্ট টার্চ ইলেকট্রিক্যাল জব সলিউশন” সহযােগিতা নিলে ডিপ্লোমা প্রকৌশলীরা চাকরি পাবেন লিখিত, মৌখিক ও ব্যবহারিকসহ সকল পরীক্ষায় ভালাে ফলাফল করতে সক্ষম হবে। এ ছাড়া বিএসসি ইঞ্জিনিয়ারিং-এর চাকরির ক্ষেত্রেও টেকনােলজি বিষয়ের ব্যাপারে সহযােগিতা পাবে। সকল বিষয়ের সমাবেশ ঘটিয়ে একটা পূর্ণাঙ্গ বই উপহার দিতে চেষ্টা করেছি। এখানে সমস্ত বিষয়কে প্রশ্ন ও উত্তর আকারে প্রয়ােজনীয় চিত্রসহ উপস্থাপন করেছি।