স্থানীয় সরকার ও স্থানীয় উন্নয়নে আগ্রহীদের জন্য একটি প্রামান্য দলিল। এই বইয়ের প্রথম অধ্যায়ে ১৫টি প্রবন্ধ স্থানীয় সরকার বিষয়ক একটি পূর্ণাঙ্গ পূস্তক হিসেবে গন্য হতে পারে। দ্বিতীয় অধ্যায়ের ৪টি প্রবন্ধে বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, মাঠ প্রশাসনের দুর্বলতা এবং সরকারের আকার-আয়তন সম্পর্কিত আলোচনায় অত্যন্ত সময়োপযোগী সংস্কার ধারণা স্থান পেয়েছে। তৃতীয় অধ্যায়ে ২০০৬ সালের ১/১১ পূর্ববর্তী সময়ের একটি চিত্রসহ সিংঙ্গাপুর, মালদ্বীপ ও পাকিস্থানের বিগত নির্বাচনের আলোচনা স্থান পেয়েছে। চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের ৮টি রচনায় পল্লী উন্নয়ন, সমবায়, পানি সম্পদ ব্যবস্থাপনার ওপর মূল্যবান ও তথ্যবহুল আলোচনার সমাবেশ ঘটেছে। ষষ্ঠ অধ্যায়ের রচনাগুলোতে কিছু কিছু উন্নয়ন ধারণা অত্যন্ত আসনাতনী ও সৃজনশীল ধারণাসহ আফগান ও ইরাকযুদ্ধ পরবর্তী বিশ্বে ক্ষুদ্র রাষ্ট ও মুসলিম বিশ্বের ভবিষ্যত নিয়ে একটি বিশ্লেষণধর্মী বিশেষ রচনা রয়েছে। এ বইটি সত্যিকার অর্থে একটি মলাটে পাঁচটি বই এর একত্রিত সংকলন। সুশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্থানীয় উন্নয়ন ও সংস্কারের যুগ চাহিদাভিত্তিক একটি আকর গ্রন্থ হিসেবে গণ্য হতে পারে।
Title
বৃত্ত ও বৃত্তান্ত: বিকেন্দ্রীকরণ, স্থানীয় শাসন, রাজনীতি ও উন্নয়ন ভাবনা