"দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড" বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়াঃ সাধারণ শিক্ষিত লােক ছাড়াও বিজনেস গ্রাজুয়েটদের অনেকের মধ্যে সেলসম্যানশিপে অনীহা দেখায়। বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি, বিভিন্ন বই পড়েছি, কিন্তু মনে হয়নি কোনাে বই পাঠকদের সেলসম্যানশিপের ভীতি দূর করতে পারছে বা পারবে। বিশ্বখ্যাত আত্মউন্নয়নমূলক বইয়ের লেখক অগ মাভিনাের ‘দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড' এই বইটি পড়ে মনে হলাে, কেউ যদি ভালােভাবে বইটি পড়ে তাহলে তার সেলসম্যানশিপের ভীতি দূর হবে। এবং তিনি একজন ভালাে সেলসম্যান হতে পারবেন। সেই থেকেই ‘দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ বইটি অনুবাদের ইচ্ছে হলাে। মােহাম্মদ আব্দুল লতিফ অনুবাদক ‘দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ আমার পড়া বিশ্বের সবচেয়ে বেশি অনুপ্রেরণাদানকারী, উৎকর্ষবিধানকারী ও প্রেষণাদানকারী বইগুলাের মধ্যে একটি। আমি খুব ভালােভাবেই বুঝতে পারছি কেন এই বইটির একটি চমৎকার গ্রহণযােগ্যতা রয়েছে। -নরম্যান ভিনসেন্ট পিল। 'দ্য পাওয়ার অব পজিটিভ থিঙ্কিং' বইয়ের লেখক। প্রত্যেক সেলসম্যানেজারের ‘দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড বইটি পড়া বাধ্যতামূলক। এটা এমন একটি বই যা বিছানার পাশে অথবা শােয়ার ঘরের টেবিলে রাখার মতাে। প্রয়ােজনে বইটি নিয়ে ভাবতে হয়, যখন তখন খুলে দেখতে হয়, ছােট্ট উত্তেজনাকর অংশটুকু উপভােগ করতে হয়। এটি প্রতি ঘণ্টার একটি বই, প্রতিটি বছরের একটি বই, বার বার খুলে দেখার মতাে একটি বই। বন্ধুর মতাে এটি নৈতিক ও আধ্যাত্মিক নির্দেশনাপ্রদানকারী বই। আরাম ও উৎসাহের এক অপরাজিত উৎস ।। -Lester J Brandshaw, Jr Former Dean Dale Carnegiee Institution of Effective Speaking