"আইন জানুন আইন মানুন" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ 'Ignorance of law is no excuse'- আইন শাস্ত্রের এই প্রবাদ বাক্যটি শত শত বছর ধরে দেশ হতে দেশে তথা সারা বিশ্বে আজ এক চিরন্তন সত্য বাক্যে সুপ্রতিষ্ঠিত হড়েছে বাংলায় এই প্রবাদ বাক্যটির অর্থ দাঁড়ায়, মই অজ্ঞতা কার অযােগ্য কিংবা আইনের অজ্ঞতা ক্ষমার কোনাে কারণ হতে পারে না।” অর্থাৎ রাষ্ট্র ধরে নিবে যে, সংশ্লিষ্ট প্রচলিত আইনটির বিধি-বিধান সম্পর্কে নাগরিকরা জানেন। যদিও বাস্তবে কেউ সংশ্লিষ্ট আইন। সম্পর্কে না জেনে উক্ত আইনটির কোনাে বিধি-বিধান লঙ্ঘন করেন আর পরে যদি তিনি সংশ্লিষ্ট আইনটি সম্পর্কে জানেন না বলে কোনাে অজুহাত দেখান, তবে তা এর কহে গ্রহণযােগ্য হবে না। সুতরাং, দেশের প্রচলিত আইনকানুন সম্পর্কে ওয়াকিবহাল থাকা এবং তা মান্য করা দেশের নাগরিক হিসেবে আমাদের সকলেরই কর্তব্য। বলা বাহুল্য, আমাদের দৈনন্দিন জীবন, সমাজ জীবন ও বাস্তব জীবনে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের আইনকানুন সম্পর্কে জানা ও মানার দরকার হয়। অন্যথায় নানা সমস্যায় পড়তে হয়, পােহাতে হয় দুর্ভোগ এবং সর্বোপরি শাস্তিও ভােগ করতে হয়। আমার স্নেহভাজন ড. কুদরাতই-খুদা বাবু ‘আইন জানুন আইন মানুন' বইটির মাধ্যমে চেষ্টা করেছে যেন দেশের সকল শ্রেণি-পেশার জনগণ প্রচলিত সাধারণ আইনকানুন সম্পর্কে সম্যক ধারণা পান। বইটিতে আমাদের রাষ্ট্রীয়, সমাজ ও বাস্তব জীবনে প্রয়ােজনীয় দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির বিভিন্ন আইনকানুন, আদালত, ট্রাইব্যুনাল, মৌলিক অধিকার, সংবিধান, প্রশ্ন-উত্তরের মাধ্যমে আইন জানার বিষয়সহ আমাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত আইন বিষয়ক ইংরেজি শব্দের অর্থসমূহ ব্যাখ্যা করা হয়েছে। দেশের নাগরিক সমাস্যার কথা মাথায় রেখে এবং এসব সমস্যা লাঘবকল্পে নাগরিক সেবা বিষয়ক প্রয়ােজনীয় বিভিন্ন বিষয় নিয়েও আলােচনা করা হয়েছে বইটিতে- যার মাধ্যমে সকল নাগরিকই কম-বেশি উপকৃত হবেন। সর্বোপরি, এ বইটিতে আলােচিত ও উল্লিখিত বিষয়সমূহ পাঠের মাধ্যমে সকলেই দেশের প্রচলিত সাধারণ আইনকানুন জানার পাশাপাশি এসব আইনকানুন মেনে চলতেও সচেষ্ট হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।