খুতবাতে ফকীহুল ইসলামের সবগুলাে খণ্ডের জ সম্পন্ন করতে পারায় আল্লাহর শােকর আদায় বর্তমান বিশ্বের বিখ্যাত একজন মুসলিম অss বয়ানগুলাে কতটা সফলতার সঙ্গে বাংলায় রূপান্তর পেরেছি সে বিচারের ভার পাঠকের ওপর। ততে লেখালেখির ক্ষুদ্র জীবনে সবচেয়ে তৃপ্ত হওয়ার মতাে ১ এটি। ওপারে নিয়ে যাওয়ার মতাে অর্জন জীবনে বলতে গেলে কিছুই নেই, এই লিখনিটুকু মানুষের উপকারে এ এর উসিলায় পার পাওয়ার আশা করতেই পারি ।। ইসলাম ও সময়ের আলােকে দৈনন্দিন জীবনের নানা বিষয়। হৃদয়গ্রাহীভাবে তুলে ধরেছেন আল্লামা মুফতী রফী উসমানী। দা.বা.। তাঁর প্রতিটি বয়ানে ছড়িয়ে আছে জীবনে ধারণ করার মতাে নানা উপাদান। কিতাবটি তাঁর বয়ান সংকলন হলেও এর উপস্থাপনা ও বিন্যাসটা করা হয়েছে স্বতন্ত্র লেখার মতাে করে। এজন্য প্রতিটি বয়ান পড়তে গিয়ে। পাঠক হয়ত টেরও পাবেন না এটি স্বতন্ত্র কোনাে লেখা। নয়। তাঁর বয়ানের বৈশিষ্ট্য হচ্ছে সারগর্ভ আলােচনা করেন। অত্যন্ত সাবলীল ভাষায় । অনুবাদের ক্ষেত্রেও যথাসম্ভব। প্রাঞ্জল ভাবটি ধরে রাখার চেষ্টা করা হয়েছে। তবে বলতে দ্বিধা নেই, এতাে উঁচুমাপের একজন মনীষীর ভাষা ও ব্যঞ্জনা যথাযথভাবে রূপান্তর করতে পেরেছি এমনটা বলা বােধহয় বাড়াবাড়ি হবে । কোথাও কোনাে অসঙ্গতি ধরা পড়লে অবশ্যই জানাবেন, সংশােধনের চেষ্টা থাকবে । বরাবরের মতােই প্রকাশক শহীদুল ইসলাম ভাই আমার ওপর আস্থার চূড়ান্তটুকু প্রদর্শন করেছেন । অনুবাদটি শেষ করতে লেগেছে প্রায় তিন বছর। এই দীর্ঘ সময়ে তিনি একটুও তাড়াহুড়াে করেননি। আমাকে দিয়েই পুরােটাতাই, মুসলিম উম্মাহর সহীহ অবস্থান জানাতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। কুরআনে কারীম, হাদীস শরীফ ও যতিন আলােকে তাকলীদকে স্পষ্ট করার চেষ্টা করেছি। মা আল্লাহ তাআলা আমাদের সকল মেহনতকে নিজ দয়া মেহেরবানীতে কবুল করে নিন। সহযােগী সকল বন্ধুদেরকে দুনিয়া ও আখেরাতে উত্তম বদলা দান করুন। দারুল উলম লাইব্রেরীর সত্ত্বাধিকারী বন্ধুবর মাওলানা শহীদুল ইসলাম। হাফিজাহুল্লাহু তাআলা প্রকাশনার গুরু দায়িত্ব বহন করেছেন। মহান আল্লাহ তাআলা তাকে আপন শান মত জাযা দান করেন।