"জীবনীগ্রন্থ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন" বইয়ের সংক্ষিপ্ত কথা: ১৯৪৩ সালের ৪ জানুয়ারি আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন। তাঁর জন্মস্থান লিংকনশায়ারের উল্সথর্প ম্যানরে। ম্যানর অঞ্চলটি উল্সথর্প-বাই-কোল্স্টারওয়ার্থের মধ্যে অবস্থিত। নিউটনের যখন জন্ম হয় তখনও ইংল্যান্ডে সমসাময়িককালের আধুনিকতম প্যাপাল বর্ষপুঞ্জির ব্যবহার শুরু হয়নি। তাই তার জন্মের তারিখ নিবন্ধন করা হয়েছিল ১৯৪২ সনের ক্রিসমান দিবস হিসেবে। তিনি তাঁর পিতা আইজাকের মৃত্যুর তিন মাস পর জন্ম নেন। তাঁর বাবা গ্রামের একজন সাধারণ কৃষক ছিলেন। জন্মের সময় নিউটনের আকার-আকৃতি ছিল খুবই ছোট। তাঁর মা হানাহ্ এইসকফ প্রায়ই বলতেন, ছোট্টবেলা সেই নিউটনকে অনায়সে একটি কোয়ার্ট মগের ভিতর ঢুকিয়ে দেয়া যেতো। তাঁর তিন বছর বয়সে তার মা আকেরটি বিয়ে করেন এবং নতুন স্বামী রেভারেন্ড বার্নাবাউস স্মিথের সাথে বসবাস করতে থাকেন। এসময় নিউটন তার মায়ের সাথে ছিলেন না। নানী মার্গারি এই সকফের তত্তাবধানে তিনি বড় হন। নিউটনের প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় বাড়ির পাশের এক ছোট্ট স্কুলে। ১২ বছর বয়সে তাকে গ্রান্থামের ব্যাকরন স্কুলে পড়াশোনার জন্য পাঠানো হয়। সেখানে তিনি এক ঔষধ প্রস্তুতকারক ও বিক্রেতার বাড়িতে থাকতেন। সেই বয়সেই তিনি উইন্ডমিল, পানি-ঘড়ি, ঘুড়ি এবং সান-ডায়াল তৈরি করেছিলেন। নিউটনের বৈজ্ঞানিক গবেষণাসমূহ তাঁকে প্রভূত সম্মান এনে দিয়েছিল। তিনি ইংল্যাণ্ডের বিচারালয়ে একজন জনপ্রিয় পরিদর্শন ছিলেন। ১৭০৫ খ্রিস্টাব্দে তিনি নাইট উপাধিতে ভূষিত হন। সমগ্র মহাদেশ থেকেই তাঁর জন্য বিভিন্ন সম্মাননা এসেছিল। ১৯২৫ খ্রিষ্টাব্দের পর নিউটনের স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটে। ১৭২৭ খ্রিষ্টাব্দের ২০ মার্চ ৮৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাকে লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাবে-তে সমাধিস্থ করা হয়।