ইতিহাস সম্পর্কে মানুষের জানার আগ্রহ চিরায়ত । আর অতীতের ইতিহাস আরও চিত্তাকর্ষক। ইতিহাস মনের খােরাক হিসেবে কাজ করে। ইতিহাস মানুষের চিন্তাকে প্রসারিত করে। ইতিহাস অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে যােগসূত্র তৈরি করে। ইতিহাস কখনাে অনুপ্রেরণীয় আবার কখনাে সতর্কীকরণ বার্তা প্রদান করে। ইতিহাসের শিক্ষা বয়ে আনে কল্যাণ। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে কাজ করলে অনেক ভুল পরিহার করে চলা যায়। কেননা ইতিহাস মানুষকে সঠিক পথের সন্ধান দেয় । বর্তমান বিশ্বে কোন সাম্রাজ্য নেই। কিন্তু সাম্রাজ্যবাদী আচরণ রয়েছে। কারও কারও মতে এখন সাম্রাজ্যবাদী আচরণের প্রভাব ও প্রকটতা সামাজ্যিক আমলকেও ছাড়িয়ে গেছে। এখন জবরদখল নেই। কিন্তু জবরদস্তি আছে। আগে শক্তি প্রয়ােগ করে ভূখণ্ড দখল করা হতাে। এখন জোর করে ক্ষমতা দখল করা হয় এবং নাগরিকদের উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়। বর্তমান অবস্থা। আমরা দেখতে পাই। কিন্তু অতীত এখন অগােচর। এ গ্রন্থটিতে লেখক ১৯৬টি সাম্রাজ্যের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছেন, যাতে অতীতের চিত্র খুঁজে পাওয়ার সুযােগ তৈরি হয়েছে। কেননা গ্রন্থটিতে উল্লেখ রয়েছে প্রায় সাড়ে চার হাজার বছরের রাষ্ট্রনৈতিক চিত্র। এ গ্রন্থ থেকে জানা যায়, পৃথিবীর ইতিহাসের প্রথম সাম্রাজ্য অ্যাক্কাডিয়ান। কিন্তু সর্বশেষ প্রতিষ্ঠিত সাম্রাজ্য নিয়ে বিতর্কের অবতারণা করা হয়েছে। সর্বশেষ প্রতিষ্ঠিত সামাজ্য কোনটি? হিটলারের সাম্রাজ্য, না বােকাসার সাম্রাজ্য – এ বিষয়ে পাঠকের মতামত দেওয়ার সুযােগ রয়েছে। আশা করা যায় গ্রন্থটি পাঠকের মনে কৌতূহল জাগাতে ও নেভাতে ভূমিকা রাখবে।