"বিজ্ঞানের রাজ্যে ৯ ডজন প্রশ্ন" বইয়ের কথাঃ আপনি রান্না করবেন। ডিপ ফ্রিজ থেকে জমাট বাঁধা মাংস বের করেছেন। বরফ ঝরিয়ে রান্নার জন্য প্রস্তুত করলেন। কিন্তু রান্না করা হলো না। এখন সেই খাবার আবার ডিপ ফ্রিজে রেখে হিমায়িত করলে মাংসের কিছু গুণ নষ্ট হতে পারে কি? গত বছরটা ছিল যেন বজ্রপাতের বছর। মে ও সেপ্টেম্বরে বজ্রপাতে প্রায় ৮০ জন মানুষ মারা গেলেন। বজ্রপাত কি বাড়ছে? এর জন্য দায়ী কি জলবায়ু পরিবর্তন? অথবা ধরুন একটা জরুরি প্রশ্ন, মানুষ কি মঙ্গল গ্রহে গিয়ে বাঁচতে পারবে? সেখানে কি বাতাস আছে, থাকলেও সেই বাতাসে কি অক্সিজেন আছে? এসব প্রশ্ন আমাদের প্রতিদিন আলোড়িত করে। তা ছাড়া আমাদের সুস্থ থাকতে হবে। কীভাবে ফিটফাট থাকা যায়? রাতে অন্তত কত ঘণ্টা ঘুম দরকার? এ ধরনের কিছু বিষয় জানা থাকলে ক্লাসে শিশু-কিশোর ও অফিস-আদালতে আমাদের পরিবারের বড় সদস্যরা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবেন, শোনো, যুক্তরাষ্ট্রের অ্যাগ্রিকালচার অ্যান্ড হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টগুলো গত ৭ জানুয়ারি ২০১৬, নতুন ‘ডায়েটারি গাইড লাইনস ফর আমেরিকানস’ প্রকাশ করেছে। সেখানে ওরা বলছে ‘হোল গ্রেইন’ মানে, এই যেমন আমাদের ঢেঁকিছাঁটা চাল, সেটাই স্বাস্থ্যের জন্য ভালো... ইত্যাদি।
বিজ্ঞানের রাজ্যে : প্রশ্ন আর প্রশ্ন বইয়ের ফ্ল্যাপে লেখা কিছু কথাঃ আচ্ছা, একবার ভাবুন তো, আমরা কেন বলি পানি ভেজা পদার্থ? এই ভেজা শব্দের আসল অর্থ কী? কী বোঝায়অ ভেজা বললে? এ রকম বোকার মতো প্রশ্ন গুনে অনেকে হয়তো হাসবে। বলবে, পানিতে হাত দিলে ভিজে যায় বলেই তো পানিকে আমরা বলি ভেজা। এর মধ্যে আবার রহস্যের কী আছে। সত্য। কিন্তু পানি কি সবকিছু ভেজাতে পারে? একটা মোমবাতি পানিতে ডোবালে তো সেটা ভিজবে না। তাহলে পানিকে কেন ভেজা বলব? এই ভেজার ব্যাপারটা বুঝতে হলে এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জানতে হবে। বিজ্ঞানের এ রকম অনেক প্রশ্ন নিয়ে এ বইতে আলোচনা করা হয়েছে। আমাদের চারপাশের বিভিন্ন ঘটনার পেছনের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা না জানলে আধুনিক জগতের সবকিছু জানা-বোঝা যায় না। তরুণদের মনের অনেক কঠিন প্রশ্নের সহজ উত্তর পাওয়া যাবে এ বইতে।
জন্ম: ১৮ জানুয়ারি ১৯৫০, ঢাকায় । এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। একাত্তরে মুক্তিযুদ্ধে যোগ দেন। বামধারার রাজনীতি করতেন । বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলেন। বর্তমানে প্ৰথম অ্যালোর সহযোগী সম্পাদক । বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কোষাধ্যক্ষ । বিজ্ঞান বিষয়ে পত্রিকায় নিয়মিত লেখেন । বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে এযাবৎ পনেরোটির মতো বই প্রকাশিত হয়েছে। বইগুলোর মধ্যে বিজ্ঞানের রাজ্যে বন্ট ও কেন, কাৰ্য্যকারণ প্রশ্ন ও উত্তর বিজ্ঞানের রাজ্যে রহস্য/ভেদ প্রশ্ন অ্যর প্রশ্ন প্রভৃতি উল্লেখযোগ্য।