"ধাওয়া, মৃত্যু উপত্যকা, খুনে ক্যানিয়ন (ওয়েস্টার্ন সিরিজের ৩টি বই একত্রে)" বইয়ের পেছনের কভারে লেখা:ধাওয়া দুই চিরশত্রু মার্শাল জো মিলার্ড আর ব্যাংক ডাকাত বিগ জিম ম্যাকেনলি। অবশেষে পরস্পরের দেখা পেল ওরা। শােডাউন হলাে, তবে ওদের মধ্যে নয়। ব্যাংক ডাকাতি ঠেকাবার আর কেউ নেই, অপকারী মেয়রের উপকার করতে ছুটল জো মিলার্ড। সঙ্গী হলাে কে? বােঝা গেল ব্যাংক নয়, ট্রেন ডাকাতি হতে যাচ্ছে। পনেরাে-যােলােজন নৃশংস আউট-লর সাথে লড়তে হবে। মিলার্ড কি পারবে একা? মৃত্যু উপত্যকা মুখােমুখি হয়ে আবারও অনুভব করল জিম কার্সন, বার্ড কেলটন আসলে পুরানাে আমলের জলস্যুদের মতই বেপরােয়া, উদ্ধত এবং দুর্বিনীত এক সত্যিকারের স্বয়ংসম্পূর্ণ পুরুষ। উপত্যকার র্যাঞ্চারদের রাসলিং করে ফতুর। করে দিচ্ছে সে। সাধারণ মানুষ জিম কার্পন। কিন্তু পিছিয়ে যাওয়া যে ওর স্বভাববিরুদ্ধ। রুখে দাঁড়াতেই হলাে ওকে।। খুনে ক্যানিয়ন খুঁজে বের করতে হবে খুনে ক্যানিয়ন। ওখানে আস্তানা গেড়েছে ভয়ঙ্কর দস্যু বেন স্টার্ক এবং তার দলবল। খুনে ক্যানিয়ন খুঁজতে গিয়ে জীবিত ফেরে না কেউ। দুর্ধর্ষ ইউ এস ডেপুটি মার্শাল রন জনসনকে দায়িত্ব দিয়ে পাঠাতে চাইতেই স্রেফ জানিয়ে দিল মরার শখ নেই তার। জেল থেকে কৌশলে পালাল রক বেনন। সীমান্তের কাছাকাছি বেন স্টার্কের সঙ্গে দেখা হলাে বেননের। কী হবে এখন?
Title
ধাওয়া, মৃত্যু উপত্যকা, খুনে ক্যানিয়ন (ওয়েস্টার্ন সিরিজের ৩টি বই একত্রে)