"চ্যালেঞ্জিং সায়েন্স পাজলস" বইটির সম্পর্কে কিছু কথা: সাধারণ পাজলের সাথে বিজ্ঞানের পাজলের একটি পার্থক্য আছে। সেটি হলাে বিজ্ঞানের পাজল সমাধান করলে তুমি যুক্তি প্রয়ােগের সাথে সাথে প্রকৃতির নতুন নতুন নিয়ম সম্পর্কে জানতে পারবে। পদার্থবিজ্ঞানের একেকটি পাজল সমাধান করা যেন কিছুটা পদার্থবিজ্ঞানীদের মত নতুন কিছু আবিষ্কার করা। এই বই পড়ে তুমি হয়তাে নতুন কিছু আবিষ্কারের মতাে মজা পাবে না, তবে এটা সত্য যে বিজ্ঞানের কিছু মৌলিক বিষয় নিয়ে তুমি বেশ উত্তেজনাকর সময় কাটাতে পারবে। অনেকের কাছেই বিজ্ঞানের পাজল সমাধান করাটা গােয়েন্দা গল্প পড়ার মতােই উত্তেজনার। এক সময় বিজ্ঞানীরাও তাদের আবিষ্কার নিয়ে পাজল তৈরি করতে পছন্দ করতেন। নিজেদের আবিষ্কার যেন অন্য কেউ নিজের নামে চালিয়ে দিতে না পারে, সেজন্য তারা সমস্যার সমাধান দিয়ে বিভিন্ন ধরণের সংকেত বা পাজল তৈরি করতেন এবং পাজলটি সমাধান করার চ্যালেঞ্জ ছুড়ে দিতেন। এখানে সমস্যাগুলােকে বিষয় অনুযায়ী কয়েকটি আলাদা ভাগে ভাগ করা হয়েছে। ফলে তােমরা একই ধরণের সমস্যাগুলােকে একই জায়গায় পাবে। বইতে সমস্যার সমাধানগুলাে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি আশা করব তােমরা সমাধানের উপর মােটেই ভরসা করবেনা। যদি তুমি চিন্তা করে কোন সমস্যার সমাধান বের করতে না পারাে, তাহলে গুগলে সার্চ করে প্রয়ােজনীয় তথ্যগুলাে খুঁজে নেবে। এভাবে খুঁজে বের করলে তােমার মস্তিষ্কে তথ্যগুলাে স্থায়ীভাবে থাকবে। তােমাদের মধ্য থেকে অনেকেই এক সময় গবেষণা করবে, এমনকি অনেকেই বড় বিজ্ঞানী হবে। এই বই যদি তােমাদের চিন্তার জগতে নাড়া দিতে পারে তাহলে এই প্রচেষ্টা সার্থক হবে।