"অ্যামাজন অভিযান” বইটিতে লেখা শেষের কথা: আপনার চাঁদের পাহাড় যারা পড়েছেন এবং দেখেছেন সেই সমস্ত পাঠক এবং দর্শকদের অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি। চাঁদের পাহাড় ছবিটির প্রতি আপনাদের ভালোবাসাই আমাদের আত্মবিশ্বাস আর সাহস যুগিয়েছে অ্যামাজন অভিযান-এর প্রস্তুতি নিতে। এই ছবিটি আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা যেখানে শুটিংকরতে গিয়ে মুখোমুখি হয়েছি অ্যামাজনের গভীর জঙ্গলের। আনাচে কানাচে লুকিয়ে থাকা নানা রোমাঞ্চের। যদি বলি, এই ছবিটা আমার ফিল্ম জীবনের সব থেকে বেশি পরিশ্রমসাধ্য, কঠিন কাজ, তাহলে কিন্তু একটুও মিথ্যে বলা হবে না। আমরা পাঠক এবং দর্শকদের যেভাবে বই বা ছবিটি উপহার দিতে। চেয়েছি সেটা সঠিক পদ্ধতিতে করতে গেলে এই প্রচেষ্টা এবং দক্ষতার প্রয়োজন ছিল। ব্রাজিলের বুকে তৈরি অ্যামাজন অভিযান বাংলায় নিয়ে আসা হল আপনাদের হৃদয় জয় করে নিতে। গ্রাফিক নভেল বই সম্পর্কে অ্যামাজন অভিযান,শঙ্কর আর অ্যানা—এই দুই অভিযাত্রীর মনোমুগ্ধকর দুঃসাহসিক অভিযান। এরা হাজার হাজার মাইল সফর করেছে রহস্যময় সোনার শহর এল ডোরাডো খুজে পেতে। প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে হিংস্র পশু, বন্য উপজাতি, ঈর্ষাকাতর সোনা-চোরের দলের মোকাবিলা করতে হয়েছে এদের। এই গল্প আবিষ্কারের, শিক্ষার, অসম সাহসিকতার, বেঁচে থাকার লড়াইয়ের, হারানোর এবং যন্ত্রণার। সর্বোপরি বিশ্বজুড়ে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার যে বন্ধন, তার একউজ্জ্বল দৃষ্টান্ত। লেখক পরিচিতি চিকিৎসা বিদ্যায় স্নাতক কমলেশ্বর মুখার্জী থিয়েটার, বিজ্ঞাপন তৈরির পাশাপাশি লেখালিখি ও বাংলা ছবি তৈরি করাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। এখনো অবধি তাঁর পাঁচটি কাহিনী-চিত্র মুক্তি পেয়েছে এবং খান দুই মুক্তির অপেক্ষায় আছে। এইবইটি তাঁর লেখা প্রথম গ্রাফিক নভেল।