"আরারাত পর্বতে নূহ্ নবীর হারানো নৌকার সন্ধানে" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ একটি প্রাচীন লােককাহিনী, একটি আধুনিক রহস্য- আরারাত পর্বতে একটি চমক লাগানাে আবিষ্কার। পূর্ব তুরস্কের উঁচু একটি পর্বতের উপরে বরফের নিচে চাপা পড়ে রয়েছে লিখিত ইতিহাসের চেয়েও প্রাচীন, মনুষ্য নির্মিত জাহাজের মতাে আকৃতির একটি বস্তু। শত শত বছর ধরে এই বস্তুটি অতিন্দ্রিয় অনুসন্ধান, ধর্মীয় অনুভূতির উত্তাপ এবং রাজনৈতিক কৌতুহলের কেন্দ্র হয়ে রয়েছে। গুরুত্বপূর্ণ অনেক তথ্য নষ্ট করা হয়েছে, প্রত্নতাত্ত্বিক অভিযান বাধাগ্রস্ত করা হয়েছে, কোন ধরনের চিহ্ন না রেখে চাক্ষুস সাক্ষী গায়েব হয়েছে। অবশ্য সাম্প্রতিক বছরগুলােতে নতুন নতুন তথ্যপ্রমাণ বের করে আনা হয়েছে। উপগ্রহ থেকে তােলা ফটো, সাবসারফেস রাডার এবং কার্বন-১৪ পরীক্ষা করে বস্তুটির প্রাগৈতিহাসিক বয়স নির্ণয় করা হয়েছে। প্রচুর গবেষণা এবং অকুস্থলে। অনুসন্ধানের পর ‘বার্মুডা ট্র্যাঙ্গাল’ খ্যাত লেখক চার্লস বেরলিজ নৃহের জাহাজের অস্তিত্বের নিশ্চিত প্রমাণ পেয়েছেন। দুনিয়াকাপানাে তাত্ত্বিক বর্ণনা সম্বলিত এই বইটিতে, পৃথিবীর অন্যতম প্রথমসারির একজন এডভেঞ্চার ও ননফিকশন লেখক আরারাত পর্বতে তার নিজের আরােহণের কাহিনী বর্ণনা করেছেন। বিষাক্ত সাপ, কনকনে ঠাণ্ডা, তুষারধ্বস এবং সশস্ত্র বিদ্রোহীদের মােকাবেলা করে তিনি মানব সভ্যতার উৎস, বাইবেলে বর্ণিত ভবিষ্যদ্বাণীর সত্যতা এবং যখন আমরা দ্বিতীয় সহস্রাব্দের দ্বারপ্রান্তে এসেছি। তখন আমাদের সমষ্টিগত নিয়তির প্রকৃতি সম্পর্কে বহুবছরের পুরােনাে একটি প্রশ্নের উত্তর নিয়ে ফিরে এসেছেন।