“ক্যালকুলেটর পাজলস ট্রিক্স এ্যান্ড গেমস" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ক্যালকুলেটর দিয়েও অনেক মজার মজার খেলা খেলা যায়। এই খেলাগুলাে যেমন মজার, তেমনি এগুলাে থেকে তুমি অনেক কিছু জানতেও পারবে। বেশিরভাগ খেলা খেলার সময়ই তােমাকে ক্যালকুলেটর ব্যাবহার করতে হবে। এতে তােমার ক্যালকুলেটর ব্যবহারের দক্ষতা আরও বেড়ে যাবে। অবিশ্বাস্য হলেও সত্যি যে-কতগুলাে খেলায় তুমি তােমার বন্ধুর মনের কথা বলে দেওয়ার কৌশল শিখতে পারবে! তবে বন্ধুকে অবাক করার আগে অবশ্যই হিসেবগুলাে নিজে নিজে চর্চা করে নেবে। খেলা ছাড়াও এই বইতে অনেকগুলাে ট্রিক্স বা কৌশল দেখানাে হয়েছে। এই কৌশলগুলাে। আমাদের বাস্তব জীবনের অনেক সমস্যা সমাধান করতে কাজে লাগে। বইটি আমেরিকান লেখকের লেখা। তাই মূল বইয়ের প্রসঙ্গ ও ভাষাশৈলী আমেরিকার মতই ছিল। এখানে চেষ্টা করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই হুবহু অনুবাদ না করে আমাদের ভাষাশৈলী ও সংস্কৃতির সাথে মিল রেখে ব্যাখ্যা দেওয়ার। এজন্য ডলারের বদলে হিসেবগুলাে টাকায় দেখানাে হয়েছে। তুমি যদি ক্যালকুলেটরের এই ট্রিক্সগুলাে জানাে, তাহলে অনেক কম সময়েই হিসেব করতে পারবে। এছাড়াও রয়েছে গণিতের অনেক মজার মজার বিষয়। সংখ্যা পদ্ধতির কিছু বিষয়ও এখানে দেওয়া হয়েছে। এই বিষয়গুলাে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মজার। তুমি চাইলে বইটি তােমার বন্ধুর সাথে মিলে পড়তে পার; তাহলে গেমগুলােও তাকে নিয়েই খেলতে পারবে। আমার ধারণা তুমি ট্রিক্সগুলাে শিখে তােমার বন্ধুদের অবাক করে দিতে পারবে।