পূর্বে প্রকাশিত পাঁচ খণ্ড ‘ভারতের সুফি’ গ্রন্থের অখণ্ড সংস্করণ (দুই খণ্ডে) আপনাদের হাতে দিতে পেরে আনন্দ বোধ করছি। এ দর্শনসমৃদ্ধ গ্রন্থ । সহৃদয় পাঠক পাঠিকা বৃন্দের সুবিধার্থে এ রূপ একত্র গ্রন্থনার পরিকল্পনা । একান্তই জটিল ও আধ্যাত্মিক (তাসাউফ) বিষয়টি শিক্ষিত লোকের পক্ষে বিষয়টি পূর্ণাঙ্গভাবে হৃদায়ঙ্গম করা সম্ভব নয়। এ বিষয়টি নিয়ে গবেষণা করতে গিয়ে বহু বিজ্ঞ দার্শনিক পর্যন্ত কোন কুলকিনারা পাননি। শেষ পর্যন্ত পথ হারিয়ে অথৈ সাগরে হাবুডুবু খেয়ে শেষ হয়ে গেছেন। সুফি কবি মহাত্মা শেখ সাদি (রহঃ) এর ভাষায়— ‘দারিওয়ার্তা কাস্তি করোশুদ হাযার,. কে পায়দা না শোদতাখতায়ে দ্বার কেনার।' অর্থাৎ এ অথৈ সাগর চক্রে অসংখ্য নৌকা ডুবে গেছে। এমনকি সেগুলোর একটি কাঠখণ্ডও আর তীরে ভেসে আসতে পারেনি। এমতাবস্থায় আমি নিরাশ হয়ে হাল ছেড়ে দেইনি । নিরলস প্রচেষ্টা ও অধ্যাবসায় চালিয়ে সুফি সাগরে ডুব দিয়েছি—কিছু পাবার আশায়। যারা এ গ্রন্থ (দুখণ্ড ) আলোচনায় ও পঠন-পাঠনে রাখবেন, তাঁরা অবশ্যই উপকৃত হবেন। আশিক-মাশুকের পথে চলা তাদের শুরু হবে। এরই মধ্য দিয়ে তাঁরা সাফল্য মন্ডিত হবেন— সুফি-সাধকেরা এমনই সান্ত্বনা বাণী শুনিয়েছেন। আমি তাঁদেরই একজন পদাঙ্কানুসারী।