জীবনে কোনো দিন চিন্তাও করিনি কোনো কিছু লিখব। নামিদামি লেখকের মতো সাহিত্যজ্ঞান আমার নেই। তাই কীভাবে লেখাটা শুরু করব বুঝতে পারছি না। তবু লিখছি। আমার জীবনের খুব কাছ থেকে দেখা বিদেশের বিভিন্ন ঘটনা, অবৈধ পথের বিস্ময়কর স্মৃতি, পথের ঘটনা, নানা রঙের মানুষ এবং দীর্ঘ পথের বিভিন্ন বিষয় তুলে ধরেছি এখানে। অবৈধ পথে ইউরোপ আসার অভিজ্ঞতা, চিন্তা বা দর্শন সবার এক নয়। কারণ বিভিন্নভাবে ইউরোপ আসা যায়। পাকিস্তান, ইরান, তুর্কি দিয়ে সেনেগাল, লিবিয়া দিয়ে সাগরপথে। তবে আমার এই কাহিনি রাশিয়া হয়ে ইতালি যাওয়ার। শীত, বরফ, পাহাড়, নদী, বন আর চারটি দেশের বর্ডার পাড়ি দেওয়ার এক অ্যাডভেঞ্চার কাহিনি। নদীপথে অনেকবার বহু লোক মারা গেছে। তাই বিষয়টা বিশ্ববাসীর নজরে আছে। কিন্তু স্থলপথে কত মানুষ পঙ্গু হয়েছে, মারা গেছে অথবা ইউরোপের বিভিন্ন দেশের বর্ডারে জেলে আটকা আছে, তার কোনো হিসাব আমাদের জানা নেই। যারা এই পথে আসে তাদের সবার কাছে এই পথটা ডাংকি হিসেবে পরিচিত। আর এই পথ যারা পরিচালনা করে তারা ডাংকার হিসেবে পরিচিত। দীর্ঘ এই পথের বাস্তব অভিজ্ঞতাই আমি এখানে তুলে ধরেছি। যেহেতু আমি নতুন লিখছি, তাই ভাষাগত ও ব্যাকরণগত ভুল হতে পারে। আমার এই অদক্ষতা এবং অনিচ্ছাকৃত ভুল ক্ষমা করে দেবেন। কাউকে দুঃখ দেওয়া বা কোনো কাজকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। আমি এখানে জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছি মাত্র।