“ভবিষ্যতের বাঙালি" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ বাঙালি সমাজের সমস্যা ও সংকট অনেক ও বহুবিধ। মানুষ অন্ধকার থেকে আলােয় আসার চেষ্টা করছে বটে, কিন্তু এখনও সে অন্ধকারেই আছে- সর্বদেশের সর্বমানব মিলে পরস্পরের প্রেম আর ভালােবাসার ভিত্তিতে যদি এই পৃথিবীতে এক অখণ্ড রাষ্ট্র স্থাপন করতে পারা যায়, তাহলে সেই হত আমাদের আদর্শ রাজনৈতিক প্রতিষ্ঠান। এমন প্রতিষ্ঠানেরই কামনা করেন মুক্ত মানসের প্রতীক এস. ওয়াজেদ আলি। মানুষ সংকীর্ণতার বাঁধ অতিক্রম করবার চেষ্টা করছে বটে, কিন্তু এখনও নানামুখি। সংকীর্ণতা তার অন্তরকে দৃঢ়ভাবে ঘিরে আছে।। লেখক এস. ওয়াজেদ যে ভবিষ্যৎ বঙ্গদেশের কল্পনা করেছিলেন, তাতে বর্তমানের মজানদীর এবং শুষ্ক খালের খাতে প্রচুর জল প্রবাহের অশ্রান্ত কলধ্বনি থাকবে; তিনি স্বপ্ন দেখেন প্রশন্ত সুগঠিত রাজপথ। দেশের প্রত্যেকটি গ্রামের সঙ্গে প্রত্যেকটি গ্রামকে, প্রত্যেকটি নগরের সঙ্গে প্রত্যেকটি নগরকে সুলগ্ন রেখেছে। তিনি স্বপ্ন দেখেন, তার নাগরিক হচ্ছে মানবতার আদর্শের অনিন্দ্যসুন্দর এক প্রতীক; যারা জ্ঞানসমৃদ্ধ, ত্যাগে মহীয়ান, প্রেমে ও দাক্ষিণ্যে সকলের আপনজন, সদা মঙ্গলসাধনায় রত উজ্জ্বলতর ভবিষ্যতের পরিকল্পনায় বর্তমানকে রূপায়িত করবার জন্য সদাই ব্যস্ত এবং তৎপর। গৌরবময় ভবিষ্যতের চিন্তাই হল বাঙালির দেখবার। মত স্বপ্ন; এই গৌরবময় ভবিষ্যতের চিন্তাই হল বাঙালির মনের উপযুক্ত চিন্তা; আর এই গৌরবময় ভবিষ্যতের জন্য সাধনাই হল বাঙালির শক্তির উপযুক্ত সাধনা— আর এজন্য সর্বাগ্রে প্রয়ােজন শুভবুদ্ধি ও জ্ঞানের উদ্বোধন এবং সম্প্রসারণ। সুদূরপ্রসারী চিন্তাবিদ এস. ওয়াজেদ আলির সেই স্বপ্ন এখনও অটুট-- তেমন একটি বঙ্গদেশ আর বাঙালি জাতির স্বপ্ন কখনাে মরে না।