"বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা হল দেশব্যাপী পরিচালিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা যা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস (প্রশাসন), বিসিএস (কর), বিসিএস (পররাষ্ট্র) ও বিসিএস (পুলিশ) সহ ২৬ পদে কর্মী নিয়োগের জন্য পরিচালিত হয়। যা পূর্বে ২৭টি ছিল, ২০১৮ সালে ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সাথে একত্রিত করে। বিসিএস পরীক্ষা পর্যায়ক্রমে তিনটি ধাপে অনুষ্ঠিত হয়- প্রাথমিক পরীক্ষা (এমসিকিউ), লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা (ইন্টারভিউ)। পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত সমগ্র প্রক্রিয়া সম্পন্ন হতে ১.৫ মাস থেকে ২ বছর সময় লাগে। বিসিএস এর জন্য পার হতে হয় ৩ টি ধাপ, দক্ষ হতে হয় অনেকগুলো বিষয়ের উপর। চেষ্টা করতে হয় দিনরাত পড়াশোনা করে! তবুও তো জোটে না সফলতা সবার-ই নসীবে! তবুও কী ছাড়া যাবে স্বপ্নের হাল! পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাব এক বার, পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার এক বারে না পারিলে দেখ শত বার। যতক্ষন না স্বপ্নের নাগাল পাওয়া যায়, ততক্ষণ আমাদের চেষ্টা করে-ই যেতে হবে। চেষ্টার মাঝেই যোগ করতে হবে সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পণ্যগুলো। যেমন- ""কনফিডেন্স ৪১তম বিসিএস প্রিলিমিনারি স্পেশাল সাজেশন্স (সংক্ষিপ্ত ডাইজেস্ট)"" বইটি বিসিএস এর নাগাল ধরতে যথাযথ সহায়তা করবে, যদি বইটি ভালোভাবে আয়ত্ব করা যায়।"