"প্যাভিলিয়নের পাঁচালি" বইয়ের ফ্ল্যাপের লেখা: দেখতে দেখতে কেটে গেল পাঁচ বছর। এর মধ্যে কত চড়াই-উত্রাইয়ের মধ্য দিয়ে গেছে। প্যাভিলিয়ন, ওয়েবসাইটের ঠিকানাই বদল হয়েছে তিন বার। শেষ পর্যন্ত স্মৃতির কিবাের্ডে জমা হয়েছে প্রায় ১২ হাজার লেখা, শব্দের হিসেবে সেই সংখ্যাটা নিশ্চিতভাবেই ছয় অঙ্কের বেশ খানিকটা বেশি। এর মধ্যে কত ঘটনার সাক্ষী হয়েছে প্যাভিলিয়ন। মােহাম্মদ আলী, ইয়ােহান ক্রুইফের মতাে মহারথীরা বিদায় নিয়েছেন, শ্যাপােকোইন্সের মতাে টাজেডি তাে ফুটবলের ইতিহাসেই সম্ভবত আর আসেনি। এসেছে কত শত নতুন তারা, আবার খসেও পড়েছেন অনেকে। দেশের খেলাতেও কত পরিবর্তন এসেছে, চোখের পানির দিন ফুরিয়ে বাংলাদেশের ক্রিকেট এখন এগিয়ে চলছে আকাশ ছুঁতে। মেয়েদের ফুটবল একের পর এক সিড়ি টপকে যাচ্ছে, আবার দাগ লেগে থাকার মতাে খবরও কম নেই। ফুটবল রােমান্টিকেরা দেখেছেন লেস্টার সিটি আর আইসল্যান্ডের মতাে দলের রূপকথা, আবার ক্রিকেট দেখেছে চাকিং বিতর্ক আর বল টেম্পারিং কেলেঙ্কারি। এসব ঘটনা নানা সময় ধরে রাখার চেষ্টা করেছে প্যাভিলিয়ন। কিংবদন্তিদের জন্মদিন বা মৃত্যুদিনে চেষ্টা করেছে তাদের স্মরণ করার। এই কয়েক বছরে তাই মনে রাখার মতাে লেখার সংখ্যাও কম নয়। তার মধ্য থেকে দুই মলাটে ২২টি বাছাই করা বেশ কঠিন কাজই বটে। বেশ কিছু দারুণ লেখার স্থান সংকুলান তাই হয়নি। যে কটিই হয়েছে, আশা করি তা পাঠকদের ভাবনার খােরাক যােগাবে ভালােমতােই। আর সেটা হলেই সার্থক হবে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।