“যেভাবে যোগ্য আলেম হবেন" বইটির ভূমিকা থেকে নেয়াঃ কিয়ামতের আগে দুনিয়া থেকে ইলম উঠে যাবে। প্রশ্ন হচ্ছে উঠে যাবে কীভাবে? হাদীসে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। কিয়ামতের আগে আলেমদেরকে তুলে নেওয়া হবে। তখন মানুষ জাহেলদের কাছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে। তারা সেই সব প্রশ্নের উত্তর দিবে। এভাবে তারা মানুষকে পথভ্রষ্ট করবে এবং নিজেরাও পথভ্রষ্ট হবে। এই হাদীসের আলােকে আমরা বলতে পারি, কিয়ামত যত ঘনিয়ে আসবে যােগ্যতাসম্পন্ন আলেম দুনিয়ায় তত কমতে থাকবে। তাই বলে অযোেগ্য থাকার মাধ্যমে আমরা কিয়ামতকে অভিবাদন জানাতে পারি না। মুসলমানের কর্তব্য কিয়ামতের আলামত যাতে তার মাধ্যমে প্রকাশ না পায়, সে চেষ্টা অব্যাহত রাখা। এজন্য এই সময় যােগ্যতাসম্পন্ন আলেম তৈরি করা একান্ত প্রয়ােজন। তা না হলে এই সংকট আমাদেরকে মহাপ্রলয়ের পাদদেশে নিয়ে যেতে পারে। সারাদেশে এখন অসংখ্য মাদরাসায় দিনরাত পড়াশােনা হচ্ছে। লাখ লাখ ছেলে মেয়ে দ্বীন শিক্ষা করছে; তবুও যােগ্যতাসম্পন্ন আলেমের বড় অভাব। কারণ, আজকাল ইলম হাসিল করা হচ্ছে পূর্বসূরীদের অনুসৃত পথের ব্যতিক্রম পন্থায়। অথচ ইমাম মালিক রাহ. বলেছেন, এই উম্মতের পূর্ববর্তী অংশ যেভাবে সংশােধন হয়েছে, পরবর্তীদের সংশােধনও রয়েছে একই পন্থায়। এই কথাটি ইলম হাসিলের ক্ষেত্রেও শতভাগ খাপ খায়। আমাদের পূর্বসূরীরা যেভাবে ইলম হাসিল করেছিলেন, তার কিছু নমুনা। উল্লেখ করে কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে এই বইয়ে। জনাব মুফতী আবদুল মালেক অক্লান্ত পরিশ্রম করে এই বই রচনা করেছেন। আমরা তাঁকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। বইটি এর আগেও মুদ্রিত হয়েছিল। তখন তালেবে ইলমদের যথেষ্ট সাড়া লক্ষ করা গেছে। এবারও ব্যতিক্রম হবে না বলে আমরা আশা রাখছি।