"১৮৫৭" বইয়ের ফ্ল্যাপের লেখা: অতীতে ফিরে যেতে কার না সাধ হয়? কে না চায় অতীতের দুয়ারে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী হতে? আহা, এমন যদি কোনাে যন্ত্র রইত যার বলে সময়ের শৃঙ্খল উপেক্ষা করে বিচরণ করা যেত যথেচ্ছ, কেন যেন মনে হয় ভবিষ্যতের দিকে না গিয়ে অতীতেই যেতেন বেশির ভাগ মানুষ, কেননা অতীতের সাথে রয়েছে পূর্বজ্ঞানের সখ্যতা, যা নেই ভবিষ্যতের সাথে এমনই এক অনুভূতির ফসল এই উপন্যাসটি। ইতিহাসের চরণে কাহিনী গড়ার সম্ভাবনাটি চরমভাবে আমাকে আকর্ষণ করে, যার প্রতিফলনে বেছে নিয়েছি ১৮৫৭ সালের সিপাই বিপ্লবের প্রেক্ষাপট, যা অনেকাংশেই নিরূপণ করে স্বাধীন দেশ হিসেবে আমাদের জন্মভূমির অবস্থান। দুঃখজনক হলেও সত্য সিপাই বিপ্লবের বিশালতায় অনেকটাই উহ্য রয়েছে তৎকালীন পূর্ব বঙ্গের নাম, যদিও পুরাে ভারতের মতাে এখানেও বয়ে গিয়েছিল প্রতিবাদের জোয়ার, বিদ্রোহের আগুন। উপেক্ষিত এই সত্যটি কাহিনীর দর্পণে তুলে ধরার পাশাপাশি উপস্থাপন করার চেষ্টা করেছি নির্ভুল ঐতিহাসিক প্রেক্ষাপট, যা অনেকটাই উদ্দীপিত করবে পাঠকের কল্পনাশক্তি। কেবল ইতিহাস-প্রেমীদের কাছে নয়, উপন্যাসটি সমাদৃত হবে সকল শ্রেণীর পাঠকের মাঝে।