"ডার্ক হাউস" বইয়ের পেছনের কভারে লেখা:ভালােবাসা এক গভীর আত্মিক টান। যা মুখে না। বলা অস্বীকৃত দায়কেও এড়িয়ে যেতে পারে না। যােজন যােজন ভৌগলিক দূরত্বের মানুষটিকে নিমিষেই বুকের গভীরে স্থান করে দেয়। এ জন্যই মানুষ সকল অসঙ্গতি আর অপারগতাকে মেনে নিয়ে কেবল পবিত্র ভালােবাসাকে স্থান দিতে শিখেছে। অস্তিত্বে, মনে, কখনও বা কল্পনায় ।। কখনাে মনের অবচেতনে ছুঁয়ে গেছে অস্পৃশ্য হাত। ভালােবাসা ভেবে ভয়কে ছাপিয়ে ডুব দিয়েছি অশরীরির অনুভূতিতে। অন্ধকারে জ্বলে উঠেছি ডার্ক হাউজের উষ্ণতায়। কখনাে কোমল আকুতিতে অতুলের একটা আঙুল ছুঁয়ে দেখার বাসনায় ডুবে গিয়েছি অথৈ জলে । ভয়ংকর একাকিত্বে নির্বাসিত হতে হতেও ভালােবাসার হাতছানি পেয়ে পূরণ করেছি শূন্যস্থান। ভালােবাসার কাছে ঢেলে দিয়েছি। সবটুকু বলা আকুতি। আবার ভালােবেসে নীরব যাত্রা করেছি গন্তব্যহীন। খুনসুটিতে কাছে এসেছি। আলতা রাঙা পায়ে। হেসেছি, খেলেছি, দুলেছি। ভালােবাসার দোলায়। ভালােবাসাকে না পেয়ে আবার কখনাে হারিয়ে গিয়েছি তীব্র অভিমানে। ব্যথিত হৃদয়ের হাহাকার জমে উঠেছে ঈশানকোণের মেঘে। এই তাে জীবন। এই তাে জীবনের পথচলা। ভালােবাসার হাত স্পর্শ করে শিহরিত মুহূর্তগুলােকে ছুঁতে চলুন ঘুরে আসি ‘ডার্ক হাউজ’ এ।