"মারিজুয়ানা" বইয়ের ফ্ল্যাপের কথা: মারিজুয়ানা একটি খুব পরিচিত মাদকের নাম। আর এই মাদকে আসক্ত ধনাঢ্য ব্যবসায়ী শফিকুল ইসলাম। মানসিকভাবে বিকারগ্রস্থ শফিকের জাপান এবং বাংলাদেশে নানা রকম ব্যবসা। শফিকের টাকার অভাব না থাকলেও জীবনে সুখ শান্তির বড় অভাব। শফিকের পড়াশুনা আর প্রথম জীবনের অনেক গুলাে বছর কাটে জাপানে। আর সে জীবনে ঘিরে থাকে এক জটিল অতীত। সেখানে সময়ের ব্যবধানে দুইবার দুই জাপানি নারীকে বিয়ে করেন। কিন্তু সে সম্পর্ক গুলাে স্থায়ী হয় না। তাকে জীবনের প্রয়ােজনে ফিরতে হয় বাংলাদেশে। মধ্য বয়সে পারিবারিক সম্মতিতে তৃতীয়বারের মতাে বিয়ে হয়। অল্প শিক্ষিত এবং নিম্নবিত্ত পরিবারের মেয়ে মারিয়ার সাথে। এখান থেকেই শুরু হয় আরেক জীবনের গল্প। সে গল্পে মারিয়ার নাম হয়ে যায় মারিজুয়ানা। ফেলে আসা অতীত ভীষণ রহস্যে তাকে হাসায়, কাঁদায় আবার বিকারগ্রস্থ করে তােলে। আর তার ভয়ংকর শিকার হয় মারিয়া। শফিকের মারিজুয়ানা হয়ে তাঁর সংসারে জ্বলতে থাকে। তিলে তিলে নিঃস্ব হয়। কিন্তু অসহায় মারিয়া ও শফিকের খামখেয়ালি, অন্যায়, অবহেলা আর অবিচারের বিরুদ্ধে একদিন প্রতিবাদী হয়ে উঠে। শুরু হয় নতুন জীবন বােধের টানাপােড়েন। মারিয়ার সত্য এবং শুভ বােধের কাছে পরাজিত হয় শফিকের সকল দম্ভ। চূর্ণ বিচূর্ণ হয় শফিকের কুৎসিত অন্ধকার জগত।